Madhupur Giridih Parasnath Shrimultala & Deoghar budget trip | Kolkata to Madhupur tour | Patackson
Автор: Patackson
Загружено: 2025-09-16
Просмотров: 444
Keep in touch _
Instagram -
https://www.instagram.com/patackson?u...
Facebook Page - https://www.facebook.com/patackson?mi...
Facebook Profile - https://www.facebook.com/shibazee.pat...
Video for _
Madhupur Giridih Parasnath Shrimultala & Deoghar budget trip | Kolkata to Madhupur tour | Patackson
🌳এবার ঝাড়খন্ডের __ 'মধুপুর-গিরিডি-পরেশনাথ-শ্রীমূলতল-দেওঘর' ভ্রমণ অনেক সস্তায় বাজেটের মধ্যে 📢
প্যাকেজ এর ভ্রমণ বিবরণ -
▪️প্রথম দিন (মধুপুর ভ্রমণ) -
১. পাত্রল কালী মন্দির
২. দেবালয়
৩. কপিল মঠ
৪. চহুটিয়া পাহাড়
৫. অগাস্টান গির্জা,
৬. পুরাতন বনেদী বাঙালি জমিদার বাড়ি।
▪️ দ্বিতীয় দিন (গিরিড়ি ভ্রমণ) -
১. উশ্রী ফলস,
২. খন্ডলি ড্যাম তৎসহ বিনোদন পার্ক ও পাহাড়।
▪️তৃতীয় দিন (দেওঘর ভ্রমণ) -
১. দেওঘর যাবার পথে মধুপুর লাভারস পয়েন্ট।
২. দেওঘরে গিয়ে বাবাধাম মন্দির,
৩. ত্রিকুট পাহাড়,
৪. বালানন্দ ব্রহ্মচারী উপাসনা মন্দির সহ তপবন,
৫. নোলক্ষা মন্দির,
৬. অনুকুল ঠাকুরের স্মৃতি বিজড়িত সৎসঙ্গ আশ্রম।
🥗🍲 প্যাকেজের খাদ্যের বিবরণ -
🍳 সকালের জল খাবার (Breakfast) -
🍵 সকালবেলায় প্রতি গেস্টকে এক কাপ করে ব্ল্যাক টি( লিকার চা ) দেওয়া হবে।
▪️লুচি ও সবজি ( লুচি পাঁচ পিস করে )
▪️অথবা বাটার টোস্ট ( চার পিস ব্রেড )
▪️অথবা ডিম টোস্ট ( 2 পিস ব্রেড এবং এক পিস ডিম )
▪️অথবা ম্যাগি।
🥘 দুপুরের মধ্যান্য ভোজ (Lunch) -
▪️এই থালিতে প্লেন রাইস, ডাল, ভাজা, সবজি চাটনি এবং পাপড় থাকিবে।
▪️ভেজ খালিতে ( একটা পনিরের সবজি থাকবে)
▪️অথবা ডিম থালি ( 2 পিস ডিম থাকবে )
▪️অথবা মাছের থালি( এক পিস মাছ থাকবে )
🍲 রাত্তিরে ডিনার (Dinner)-
▪️ফ্রাইড রাইস ও চিলি চিকেন ( চিলি চিকেন পাঁচ পিস থাকবে )
▪️অথবা বাসন্তী পোলাও ও চিকেন কষা ( চিকেন তিন পিস থাকবে )
▪️অথবা রুটি ও চিকেন কষা ( চিকেন তিন পিস থাকবে )
▪️অথবা রুটি ও চিলি চিকেন ( চিলি চিকেন 5 পিস থাকবে )
▪️অথবা রুটিও ডিম কারি ( ডিম দু পিস থাকবে )
▪️অথবা রুটি ও পনিরের সবজি অথবা প্লেন ভাত আলুভাজা ডাল ও চিকেন কষা ( চিকেন তিন পিস থাকবে )
▪️অথবা প্লেন ভাত আলু ভাজা ডাল ও ডিম কারি ( ডিম দু পিস থাকবে ) রুটি,প্লেন রাইস, ফ্রাইড রাইসের রাইস, বাসন্তী পোলাওয়ের রাইস,ডাল এবং সবজি আনলিমিটেড থাকবে। বাকি অন্য সবকিছু লিমিটেড থাকবে।
🍛🍗 এই প্যাকেজের একটা আকর্ষণ রইল আমরা এই প্যাকেজে একবেলা খাসির মাংস প্রতি ব্যক্তিকে তিন পিস করে খাওয়াবো |
💵 💰 ৩ রাত্রি ৪ দিনের তিন প্যাকেজের প্রাইস রেট -
▪️গেস্টের সংখ্যা - 06, ঘরের সংখ্যা-02
মাথাপিছু খরচা 3500 টাকা ।
▪️গেস্টের সংখ্যা -05, ঘরের সংখ্যা -02
মাথাপিছু খরচা -4000টাকা।
▪️গেস্টের সংখ্যা -04, ঘরের সংখ্যা -02,
মাথাপিছু খরচা -4500 টাকা।
▪️গেস্ট এর সংখ্যা -03, ঘরের সংখ্যা-01,
মাথাপিছু খরচা -5000টাকা।
▪️গেস্ট এর সংখ্যা -02, ঘরের সংখ্যা -01,
মাথাপিছু খরচা -5500টাকা।
🎯 এই প্যাকেজের অতিরিক্ত কিছু নিয়মাবলী –
১) প্যাকেজ ড্রিংকিং ওয়াটার, যে কোন জায়গার এন্ট্রি ফি এই সমস্ত খরচাগুলি গেস্টরা নিজেরা বহন করিবে।
২) দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন সাইট সিন করিবার জন্য দুপুরে লাঞ্চ যদি প্যাকেট করে নিয়ে যেতে চান তাহা হইলে তার আগের দিন সন্ধ্যে ছটার মধ্যে হোটেল কে ইনফরমেশন দিতে হবে নচেৎ সাইট সিন করে এসে লাঞ্চ গ্রহণ করিতে হইবে।
৩) স্টেশনে ড্রপিং স্টেশন থেকে পিকআপ এবং প্রথম দিনের সাইট সিন টোটো অথবা অটো করে করানো হবে।
৪) দ্বিতীয় এবং তৃতীয় দিনের সাইট সিন নন এসি গাড়ি করে করানো হবে।
৫) রুম নন এসি হবে।
৬) গিজার এবং এসি যদি দরকার লাগে তাহলে আলাদা করে চার্জ দিতে হবে।
৭) পাঁচ বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে কোন চার্জ লাগবে না। পাঁচ থেকে দশ বছরের বাচ্চার ক্ষেত্রে অর্ধেক চার্জ লাগিবে। দশ বছর এর ঊর্ধ্বে বাচ্চার ক্ষেত্রে পুরো চার্জ লাগিবে ।
৮) এইসব স্পট গুলোর বাহিরে যদি গেস্ট অন্য কোন স্পট ঘুরতে চায় তাহা হইলে পরিবর্তিত রেট চার্টের ব্যাপারে হোটেলের সঙ্গে যোগাযোগ করিতে হইবে। এবং পরিবর্তিত মূল্য হোটেল কে প্রদান করিলেই তবেই সেই স্পট দেখিতে পারিবেন।
৯) এই প্যাকেজ অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের জন্য চালু থাকিবে |
১০) এই প্যাকেজের একটা আকর্ষণ হইল আমরা এই প্যাকেজে একবেলা খাসির মাংস খাওয়াবো |
১১) লোডশেডিং চলাকালীন এসি চলিবে না কিন্তু ইনভার্টার ব্যাটারি সাহায্যে ফ্যান চলবে এবং লাইট জ্বলবে যদি দীর্ঘক্ষণ অর্থাৎ এক ঘন্টার বেশি লোডশেডিং চলে ব্যাটারিকে চার্জ করার জন্য কিছু সময়ের জন্য পাওয়ার অফ করিতে হইবে |
১২) গিজারের চার্জ হইলো প্রতিদিনের জন্য প্রতি গিজারের জন্য 50 টাকা।
১৩) এসির চার্জ হইলো প্রতি ব্যক্তির প্রতিদিনের খরচা 200 টাকা।
🎁 🧧 গিফট দেওয়ার ক্ষেত্রে নিয়মাবলী -
▪️কফি মগ -
কমপক্ষে দুই দিন থাকিতে হইবে। দুটি আলাদা আলাদা ফেসবুক প্রোফাইল থেকে আমাদের এই ভিডিওটি শেয়ার করিতে হইবে।
▪️বাটি এবং প্লেটের সেট -
কমপক্ষে তিন দিন থাকিতে হইবে। 14 আলাদা আলাদা ফেসবুক প্রোফাইল থেকে আমাদের এই ভিডিওটি শেয়ার করিতে হইবে এবং নিজের whatsapp এর স্ট্যাটাস লাগাইতে হইবে।
▪️ওয়ারলেস হেডফোন -
কমপক্ষে তিন দিন থাকিতে হইবে। 20 আলাদা আলাদা ফেসবুক প্রোফাইল থেকে আমাদের এই ভিডিওটি শেয়ার করিতে হইবে। নিজের হোয়াটসঅ্যাপে তে স্ট্যাটাস লাগাইতে হইবে।
🏨 হোটেলের নাম - ওয়েস্ট ভিউ হোটেল এন্ড রেস্টুরেন্ট।
🏡 ঠিকানা - বাহান্ন বিঘা, মধুপুর, ওঝা মোর,ঝাড়খন্ড।
📲 যোগাযোগ - 9229756059.
#Madhupur #kolkatatomadhupur #giridih_jharkhand #giridihtour #pareshnath #pareshnathjaintemple #deoghar #patackson #deoghar_jharkhand #deogharbabadham #deoghartour #deogharsightseeing #madhupursightseeing #madhupur2025
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: