Critical Thinking | ক্রিটিক্যাল থিংকিং | যিশু তরফদার | Jishu Tarafdar | Webinar & Live Learning
Автор: Productive Learning BD
Загружено: 2020-07-19
Просмотров: 2560
Critical Thinking | ক্রিটিক্যাল থিংকিং | যিশু তরফদার | Jishu Tarafdar | Webinar & Live Learning
আমাদের সমাজে রয়েছে নানাবিধ সমস্যা। কিন্তু আমরা কতজন সেসব নিয়ে চিন্তা করি? ঠিক কতজন মানুষ গঠনমূলক আলোচনা এবং সমালোচনার মাধ্যমে কোনো একটি সমস্যার সমাধান করার জন্য এগিয়ে যাই? সংখ্যাটি হয়তো খুবই কম!
গঠনমূলক আলোচনা বা সমালোচনা করার আগে আমাদের চিন্তা করতে শিখতে হবে। নিজেদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি গড়ে তুলতে হবে। কারণ, জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে এবং মানসিক বিকাশের জন্য এই ক্রিটিক্যাল থিঙ্কিং-এর প্রয়োজনীয়তা অনেক।
দাবি করা হয় যে মানুষ অন্যান্য প্রাণির চেয়ে উন্নত; এবং যে যুক্তির ভিত্তিতে মানুষকে উচ্চ-প্রাণির মর্যাদা দান করা হয়েছে তা হচ্ছে, এর চিন্তা করবার ক্ষমতা। মানুষ একটি চিন্তাশীল প্রাণী। ফলে প্রতিটি মানুষ আহার-নিদ্রা যাপনের পাশাপাশি চিন্তাও করে। তদুপরি প্রতিটি মানুষ এক নয় কেন? কেন মানুষে মানুষে এত ভিন্নতা?
.
চিন্তার ভিন্নতাই মূলত মানুষে মানুষে ভিন্নতা তৈরি করে দেয়। অর্থাৎ একই বিষয় নিয়ে সব মানুষ একভাবে ভাবে না। এ প্রসঙ্গে সবচেয়ে জনপ্রিয় উদাহরণ হচ্ছে, কিশোর কবি সুকান্তের ঝলসানো রুটি। পৃথিবীর বড়-ছোট-মাঝারি থেকে শুরু করে প্রায় সব কবি যখন আকাশের চাঁদকে প্রিয়ার মুখচ্ছবি মনে করেন, তখন ওই একই চাঁদকে সুকান্ত মনে করেন ঝলসানো রুটি। এই চিন্তার ভিন্নতার কারণেই কেউ কবি হন, কেউ বিজ্ঞানী হন, কেউ দার্শনিক হন। বস্তুত এ ধরনের চিন্তাকে বলা হয় ক্রিটিক্যাল থিংকিং।
.
ভূমিকাপর্ব এটুকুই। এবার প্রবেশ করা যাক আলোচনাগর্ভে। কারণ আলোচনার কি-ওয়ার্ড পাওয়া গেছে। এ আলোচনার প্রধান শব্দ ‘ক্রিটিক্যাল থিংকিং’।
#CriticalThining #SoftSkills #Webinar
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: