আপনার ছোট্ট সোনামণির চোখ বাকা??? চোখে চশমা???? ডা আদনান ইসলাম।
Автор: Dr.Adnan. Eye Specialist & Surgeon
Загружено: 2024-05-28
Просмотров: 7644
আপনার ছোট্ট সোনামুনির বাঁকা চোখ বা চোখে চশমা এবং করনীয়,,,,
শিশুর জন্মের সঙ্গে সঙ্গে বাঁকা চোখ দেখা যেতে পারে আবার জন্মের কিছুদিন পরেও বাকা চোখ দেখা যেতে পারে বা বড় হলেও দেখা যেতে পারে,,,,
বাঁকা চোখের অনেকগুলা কারণ আছে,,,, তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কারণ হোলো শিশুদের চোখের পাওয়ার জনিত সমস্যা,,, বা চশমা জনিত সমস্যা,,,
শিশুদের যদি পাওয়ারের সমস্যা থাকে তাহলে শিশুদের চোখ বাঁকা হয়,,, অনেক সময় শিশুদের এক চোখে পাওয়ারের সমস্যা থাকে আবার অনেক সময় দুই চোখেই অনেক অতিরিক্ত পাওয়ার থাকে,,,
এতে করে শিশুদের চোখ অলস হয়ে যেতে পারে,,,, তাকে আমরা অলস চোখ বা এমব্লাওপিয়া বলি,, ( পার্মানেন্ট ভিশন লস)
এজন্য শিশুদের সঠিক ভাবে চোখের পাওয়ার নির্নয় করে চশমা দিতে হয়,, এবং এটা চোখের পূর্ণ ডেভেলপমেন্ট প্রিয়র্ডের মাঝেই,, ( সধারনত এই ক্রিটিকাল প্রিয়োর্ড ০৮ বছর পর্যন্ত হয়ে থাকে)।
তাই এই সময়ে শিশুর চোখের সঠিক চশমা দেয়া খুবই গুরুত্বপূর্ণ।
শিশুদের চোখে একটি স্পেশাল ক্ষমতা থাকে,, আর তা হলো একমোডেশন না চোখে চাপ দিয়ে কোনো কিছু দেখে ফেলাত ক্ষমতা। ( একটা বাচ্চা সহজের সুইয়ে সুতা ভড়তে পারে,, কিন্তু আমরা বড়োরা,, ৪০ বছরের কাছাকাছি তা অনেক সময় খালি চোখে পারি না)
তাই শিশুদের চোখের পাওয়ার বড়োদের মত করে বের করা যায় না,, করতে হয় সাইক্লোপ্লেজিক রিফ্রেকশন বা একোমোডেওশন বন্ধ করে চোখের সত্যিকারের পাওয়ার নির্নয়।
এ সময় শিশুদের এই অতিরিক্ত অ্যাকমোডেশন বন্ধ করার জন্য আমরা স্পেশাল ড্রপ বা মলম দিয়ে দিয়ে থাকি।
এভাবে ড্রপ বা মলম দিয়ে শিশুদের অ্যাকমোডেশন বন্ধ করে রেটিনোস্কপির মাধ্যমে ( চোখের পাওয়ার বের করার একটি বিশেষ যন্ত্র) পাওয়ার নির্ণয় করে সঠিক পাওয়ার না দিলে শিশুদের চোখের উপকারের বদলে বরঞ্চ আরো অপকার হতে পারে।
ভুল চোখের পাওয়ার বা চশমা আপনার ছোট্ট সোনামুনির চোখে বিরূপ প্রভাব ফেলতে পারে,, কারন আপনার ছোট্ট সোনামুনি তার চোখের সমস্যা সঠিক ভাবে বলতে পারবে না,,,
এক্ষেত্রে স্পেশালিষ্ট ডাক্তার এর পরামর্শ খুবই জরুরী,
ডা. মো: আদনান ইসলাম
চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জন
ট্যারা চোখের জন্য যেনো পিছেয়ে পড়তে না হয় আর কাওকে, চোখের যাবতীয় সমস্যার সব ধরণের আপডেট পেতে Follow করুন।
আমার ইউটিউব চ্যানেলের লিংক
/ @dr.adnan.eyespecialistsurg1822
সৌন্দর্যের কোন বয়স মানে না,,, সৌন্দর্য আপনার অধিকার,,,
খরচ আপনার সাধ্যের মধ্যে,,,,
চোখ যে মনের কথা বলে। চোখের দিকে তাকিয়েই আমরা কথা বলি। এই চোখ যেন আপনার সৌন্দর্যকে ম্লান না করে ফেলে,,,,,
এক নতুন জীবন আপনার জন্য অপেক্ষা করছে,,,
আপনার প্রিয়জন পরিবার বা বন্ধুমানুষ যার ই চোখে এমন সমস্যা,, তাকেই জানান,,,,
আমরা আছি আপনাদের পাশে,,,,, চোখের সৌন্দর্যে,,,,,
খুবি সুলভে সর্বাধুনিক চক্ষু চিকিৎসা,,
রোগীর মুখের হাসি আমার কাছে সবচেয়ে দামী,,,
আপনি সুন্দর,, চাই শুধু সঠিক পরামর্শ
যোগাযোগ ০১৭৪১০৩৪৯৯০ ( সকাল ৯টা থেকে ১১টা,, আবার বিকাল ৩টা থেকে ৬টা)
অথবা ০১৮৮৫৯১১৯৮৯ (সকাল ৯টা থেকে রাত ৯ টা)
চক্ষুবিশেষজ্ঞ এবং সার্জন
ডা. মোঃ আদনান ইসলাম
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
সিসিডি (বারডেম), এমএস ( চক্ষু), (বিএসএমএমইউ)
রোগী দেখার সময়
প্রতিদিন বিকাল ০৬ টা থেকে রাত ১০টা,
শুক্রবার সকাল ১০ টা থেকে ১২টা পর্যন্ত
সোমবার এবং মঙ্গলবার বন্ধ
পপুলার ডায়গনস্টিক সেন্টার,
জসীমউদ্দিন মোড়, উত্তরা, ঢাকা
ইউনিট -২, রুম নংঃ ৬০৯
সিরিয়ালের জন্য কল করুনঃ
01741034990 ( সকাল ৯টা থেকে ১১টা,, আবার,, বিকাল ৩ টা থেকে ৬ পর্যন্ত)
01885911989সকাল ৯টা থেকে রাত ৯ টা পর্যন্ত
০৯৬৬৬৭৮৭৮০৫, ০৯৬১৩৭৮৭৮০৫(সারাদিন)
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: