Huru Aslam Boro Hoilam || হুরু আছলাম বড়ো হইলাম || || Pagol Hasan Syed Dulal ||
Автор: Syed Dulal Music
Загружено: 2021-02-16
Просмотров: 1239244
SINGER || Pagol Hasan
LYRIC & TUNE || Syed Dulal
#banglagaan
#newbanglasong
#banglafolkgan
#banglafolksong
#pagolhasan
#sylhetigaan
হুরু আছলাম বড় অইলাম
কাইল বাদেনু বুড়া -
সোনার তনু- সুন্দর জীবন
আর বেশি নায় তুরারে -
আর বেশি নায় তুরা ----
দাদার বিদায় বাবার চিন্তায়
কাড়িলো যমদূত,
বাবার জীবন আমার ভাবনায়
হায় পুতও হায় পুতরে
হায় পুতও হায় পুত
ছিঁড়লে বাঁধন মায়ার এই সুত
লইবে না আর জুড়ারে
আর বেশি নায় তুরা ||
দল বেঁধে আর হয় না যাওয়া
পাঠশালাতে আর
ফুটবল খেলা গোল্লাছুটে
বিকেল হয় না পাররে
বিকেল হয় না পার
সন্ধ্যা বেলা গাঁয়ের বাজার
হয়না যে আর ঘুরারে
আর বেশি নায় তুরা ||
স্বাধীন ছিলাম,অধীন আছি
হইমু পরাধীন,
বছর গুণতাম আজ গুনি মাস
সামনে গণমু দিনরে
সামনে গনমু দিন
রইবে পড়ে ভব মায়া ঋণ
শুয়া দিলে উড়ারে
আর বেশি নায় তুরা ||
পুবর বন্দের মেলায় যাই না
দেখি না ঘোড় দৌড়
যাত্রা পালায় শুনিনা আর
দাইমা দাইমা সুররে
দাইমা দাইমা সুর
মুজিব আমিরের পালায় বিভোর
রাত কাটে না পুরারে
আর বেশি নায় তুরা ||
ছেলে আছলাম,ছেলে পাইছি
ছেলের হইবে ছেলে,
কি পাইলাম না কি পাইয়াছি
মাথায় বড় খেলেরে
মাথায় বড়ো খেলে
সৈয়দ দুলাল মায়ার জেলে
বন্দি আগা গুরারে
আর বেশি নায় তুরা ||||
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: