চাকমা রানী কালিন্দী: যার কাছে হার মেনেছে ব্রিটিশরাও ।। Kalindi Rani
Автор: Lusai Pahar (লুসাই পাহাড়)
Загружено: 2022-10-16
Просмотров: 6475
কালিন্দী রানী শুধু বৈষয়িক বুদ্ধি কিংবা রাজনৈতিক ও কূটনৈতিক দূরদর্শিতায় প্রাজ্ঞ ছিলেন না, এর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে যে অবদান রেখে গেছেন তা আজও কালের সাক্ষী হয়ে অবিস্মরণীয় হয়ে আছেন। তিনি বৌদ্ধধর্মকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা ও প্রচারের জন্য চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগরে বর্তমান মহামুনি বৌদ্ধ মন্দিরটি স্থাপন করেন ।
ক্যাপ্টেন লুইন রাণী কালিন্দীকে নানাভাবে ঘায়েল করার চেষ্টা করেও যখন কোনভাবেই ধরাশায়ী করতে পারছিল না তখন কয়েকশ সৈন্যসামন্ত নিয়ে তৎকালীন রাজধানী রাঙ্গুনীয়ায় উপস্থিত হয়ে চাকমা রাজবাড়ী আক্রমণের চেষ্টা চালান। কিন্তু হিন্দু-মুসলমান, চাকমা নির্বিশেষে স্থানীয় সকল প্রজারা ক্যাপ্টেন লুইনকে প্রতিহত করে পিছু হটিয়ে দেয়। চাকমা রাণীর অসাম্প্রদায়িক মনোভাবের কারণে পাহাড়ী-বাঙালি নির্বিশেষে সকলের কাছে তার গ্রহণযোগ্যতা ছিল তুলনাহীন। রাণীর উদারতা ও বিচক্ষণতা এবং প্রজা সাধারণের শ্রদ্ধা ও ভালবাসার কারনে লুইনের শত ষড়যন্ত্রের পরও তিনি দৃঢ়হাতে সকল পরিস্থিতি মোকাবেলা করে রাজ্য শাসন করেছিলেন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: