আমার_বধূ ||Heart touching story
Автор: গল্পের সমাহার
Загружено: 2025-12-10
Просмотров: 2715
ও দাদী গো! এতো বুইড়া বেডা গো! আমি অতো বুইড়া ব্যাডার কাছে বিয়া বমু না।”আসমা বেগম নিজেও দৌড়ে এলেন। মেয়েটাকে নিয়ে উনি কিছুতেই পারেন না। এই তো দুপুরে সুন্দর মতো গোসল করলো। মুখে ক্রিম মাখলো। লজ্জা পেল। এখন আবার কি হয়েছে? তিনি হতাশ শ্বাস ফেলে জিজ্ঞেস করলেন,“কি হয়েছে?নুরজাহান বললেন,“ জামাইয়ের নাকি বয়স বেশি! ”তন্নীর কান্নার শব্দ আরো বেড়ে গেল, এতো বড়ো পুরুষ যদি আমাকে জড়িয়ে ধরে তাহলে তো আমি ভর্তা হয়ে যাবো!! ”নুরজাহান কানের কাছে ফিসফিস করে বললেন, ভর্তা হইলেই তো মজা!“ সরো তুমি!নুরজাহান কে সরিয়ে দিয়ে তন্নী আবার কাঁদতে লাগলো। বিয়ে সে করবে না।
গল্প #আমার_বধূ!
লেখায় #আফসানা_ইমরোজ_নুহা
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: