Funny ওয়াজ // বাংলাদেশের সেরা 10 জন Funny বক্তা // Top 10 Funny Hojur of Bangladesh--/A-Lion media.
Автор: A Lion Media
Загружено: 2022-08-19
Просмотров: 1316979
#a-lion_media
#বাংলাদেশের_সেরা10_জন_Funny_বক্তা
#bangla_funny_waz
#funny_waz_2022/2023
Video Title..........................
বাংলাদেশের সেরা 10 জন Funny বক্তা। যাদের ওয়াজ শুনে ১০০% হাসতে বাধ্য হবেন। (গ্যারান্টি)
………………………..***Discription***…………………………….
★★★
#১০.---রুহুল আমিন যুক্তিবাদী।
রুহুল আমিন যুক্তিবাদী বর্তমান সময়ের একজন আলোচিত মজার হাস্যরসিক,বক্তা । রুহুল আমিন যুক্তিবাদী বগুড়া বাসিন্দা হাওয়াই তিনি বগুড়া আঞ্চলিক ভাষায় ওয়াজ করে থাকেন। বগুড়ার আঞ্চলিক ভাষা এবং অদ্ভুত অদ্ভুত কথা বলে শ্রোতাদের হাসিয়ে ওয়াজের বেশির ভাগ সময়। তবে সেগুলা কখনো অযৌক্তিক এবং ফাল্তু না হয়ে শিক্ষণীয় মেসেজ পূর্ণ হয়ে থাকে। তিনি তার বক্তৃতার মধ্যে সমসাময়িক বিষয়টাকে সুন্দর সুন্দর উদাহরণ এর মাধমে উপস্থাপন করে যথাযথ যুক্তি সম্পূর্ণ করে তোলেন। ফলে তিনি সবার কাছে যুক্তি বাদি হিসাবে বেশি পরিচিত। তিনি সত্য প্রচারে কখনো ভীতি প্রদর্শন করেন না। যে কারণে তিনি বহুবার জেল যেতে হয়।
a-lion media,top 10 funny hojur of bangladesh,bangla funny waz eliasur rahman zihadi,
★★★
#৯.--- বাচ্চু আনসারি।
এখন কার সময়ের বাংলাদেশের ফানি ভক্তাদের মধ্যে অন্যতম একজন ভক্ত হচ্ছে মাওলানা বাচ্চু আনসারী । তিনি সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করায় সেখানকার স্থানীয় ভাষায় ওয়াজ করেন। তার চেহারা সুরত এবং বলার ভঙ্গিমা অনেকটা ফানি টাইপের হওয়ায় শ্রোতা এবং দর্শকেরা তার মজার ওয়াজ গুলো ভালোভাবেই উপভোগ করেন। তিনি তার ফানি ক্রিয়েটিভিটি থেকে অনেক মজার গান গেয়ে,শ্রোতাদেরকে বর্তমান সময়ে অশ্লীল বেহায়াপোনের গান বাজনা শোনা থেকে বিরতো রাখতে তাগিদ দেন। তার এই গান গুলো মানুষকে বিনোদনের পাশাপাশি সমাজিক ভাবে সচেতনো করে।
best comedy shows of all time,giasuddin taheri funny waz bangla
★★★
#৮.--- বজলুর রশিদ মিয়া।
মাওলানা বজলুর রশিদ বতর্মান সময়ের বেশ পরিচিত একজন বক্তা। তাকে বাংলাদেশর কম বেশি সবাই চিনে থাকবেন। তিনি বাংলাদেশের বগুড়া জেলার কাহালুতে থানার একজন অধিবাসি হওয়ায় তার ওয়াজের বেশির ভাগ সময়ে বগুড়ার আঞ্চলিক ভাষার ছোঁয়া পাওয়া যায়।
তিনি তার ওয়াজের বেশির ভাগ সময়ে আঞ্চলিক উদ্রিতি এবং বিভিন্ন জানা অজানা ইসলামি নন ইসলামিক গল্প কাহিনী মাধ্যমে তার শ্রোতাদের আর্কষিত করে থাকেন।
নতুন হাসির ওয়াজ,funny videos,best bangla funny waz,bangla waz mahfil,islamic waz
★★★
#৭.---আব্দুল খালেক শরিয়তপুরী।
আব্দুল খালেক শরিয়তপুর হচ্ছে বর্তমান সময়ে আরেক জন ভাইরাল এবং কমিডি বক্তা। তিনি তার নিজ অঞ্চলের ভাষায় ওয়াজ করেন। তিনি ওয়াজের মধ্যে বিভিন্ন শারীরিক অঙ্গভঙ্গি, ইংলিশে কথা বলা এবং অন্যদের নকল করে বক্তব্য উপস্থাপন করে শ্রোতাদের হাসিতে তামাশায় মজিয়ে রাখতে বেশ পটু।
,taheri funny waz tiktok,gulam rabbani funny waz bd
★★★
#৬.---হাফিজুর রহমান সিদ্দিকী।
তাকে চেনে না এমন লোকের সংখ্যা বাংলাদেশে অনেক কমিয় পাওয়া যাবে।
তিনি একজন আলোচিত ও সমালোচিত ভাইরাল বক্তা, তার বাড়ি বাংলাদেশের বরিশালের,কুয়াকাটায়। তাই বেশিরভাগ মানুষ কুয়াকাটা হুজুর বলে চিনে থাকেন।
তবে তিনি বিভিন্ন সময়ে অনেক মজার মজার ডাইলোক দিয়ে বিষেশ ভাবে সমালোচিত হয়েছেন। তার ভাইরাল হওয়া জনপ্রিয় ডাইলোক, ওরে বাটপার, যা নিয়ে অনেক mojar ট্রোল এবং গানো বানানো হয়েছে।
নতুন হাসির ওয়াজ,funny videos,best bangla funny waz,bangla waz mahfil,islamic waz
★★★
#5.---কবির বিন সামাদ।
কবির বিন সামাদ বর্তমানে সময়ের সামাজিক যোগাযোগ মধ্যেমে ব্যাপক আলোচিত এবং সমালোচিত ভাইরাল বক্তা। কবির বিন সামাদ এর বাড়ি যশোরের ঝিকরগাছায় হওয়ার সেখানকার স্থানীয় ভাষায় কথা বলায়, তার কথা গুলো শুনে মানুষ অনেক মজা পায়।
তিনার এই হ্যালো,, আলোচিত ডায়লগটির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেছেন ইসলামিক নাট্য অভিনেতা ও বক্তৃা কবির বিন সামাদ।
most popular funny waz in banglaadash,most popular funny hojur in banglaadash
★★★
#৪.---ইলিয়াসুর রহমান জিহাদি।
ইলিয়াসুর রহমান জিহাদি বর্তমান সময়ের সর্বাধিক আলোচিত সমালোচিত ট্রোল ও ভাইরাল বক্তা। যে কারনে তাকে বাংলাদেশ সর্বস্তরের মানুষ খুব ভালোভাবেই চিনে থাকবেন। তাকে বাংলাদেশের দ্বিতীয় কমেডি কিং হুজুর বললেও ভুল হবেনা। ব্যাঙ্গাত্মক, কুরুচিপূর্ণ কথা এবং অশ্লীল অঙ্গভঙ্গিতে সবার চেয়ে এগিয়ে ইলিয়াছুর রহমান জিহাদী।
most popular funny hojur in banglaadash,funny waz BD,bojlu rosid funny waz
★★★
#৩.---রফিকুল্লাহ আফসারি।
রফিকুল্লাহ আফসারি বাংলাদেশ সর্বাধিক আলোচিত এবং জনপ্রিয়, ফানি ও কৌতুকপ্রবণ বক্তা। তিনি কুরআন ও হাদিসের আলোচনা করেন কৌতুকের ছলে। মাওলানা রফিকুল্লাহ আফসারী বাড়ি কুমিল্লা লাকসামে। তবে তিনি নোয়াখালী ভাষায় ওয়াজ করেন বলে অনেকেই তাকে নোয়াখালী হুজুর হিসাবে চিনে থাকতে পারেন। তিনি তার স্থানীয় ভাষার মাধ্যমে ইসলামের অবমানানকারী ব্যক্তিবর্গদের, এবং ইসলামের মধ্য কাদা ছরানো কতিপয় ওলামাদেরকে উচিত শিক্ষা দিয়ে থাকেন হাস্যরশের মাধ্যমে।
★★★
#২.---গোলাম রব্বানী।
বাংলাদেশে থাকেন আর মাওলানা গোলাম রাব্বানী কে চিনেনা এমন মানুষ খুজে পাওয়া দুষ্কর। কারন গোলাম রব্বানীর ওয়াজ সব সময় ফেসবুক ইউটিউবে সহ সকল সোস্যাল মিডিয়া টেন ডিং এ থাকে । তার বাড়ি বাংলাদেশের উত্তরবঙ্গের জেলা গাইবান্ধা তে। ফলে তিনি সেখানকার স্থানীয় ভাষায় ওয়াজ করেন যা কনেক বেশি হাস্যকর হয়ে থাকে।
গোলাম রাব্বানী সাম্প্রতিক সময়ে ঘটে চলা বিষয় এবং ফেসবুক, ইউটিউব এ ভাইরাল হওয়া বিষয় নিয়ে বেশি কথা বলে।
★★★
#১.গিয়াস উদ্দিন তাহেরি।
বাংলাদেশের ফানি বক্তাদের নিয়ে আলোচনা/ কথা করা হবে আর গিয়াস উদ্দিন তাহেরী থাকবে না এটা কি করে হয়। তাই মালটাকে রেখেছি সবার শেষে । গিয়াস উদ্দিন তাহেরি বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে।
তিনি বাংলাদেশের সবচে বেশি জনপ্রিয়,একজন ফানি ভক্তা। এবং ফানি ওয়াজের কিং।
তিনি যতক্ষণ ওয়াজ করেন ততক্ষণ দর্শক শ্রোতাদেরকে হাসি তামাসা মাতিয়ে রাখেন গানবাজনা ও জিকির দিয়ে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: