নেতাজী ও এমিলিয়ে । প্রথম পর্ব । কেমন করে প্রথম জানা গেল 'বিয়ে'র খবর
Автор: বাংলার একাল সেকাল
Загружено: 2022-04-14
Просмотров: 1952
সুভাষচন্দ্রের অন্তর্ধানের মতই রহস্যাবৃত তাঁর 'বিয়ের' কাহিনি। কেউ বলেন তিনি এমিলিয়ে শেংকলকে বিয়ে করেছিলেন, কেউ বলেন বিয়ের গল্পটা একটা ষড়যন্ত্র, কেউ বলেন তিনি বিয়ে করেছিলেন না করেননি তা নিয়ে বিতর্ক অপ্রয়োজনীয়।
কিন্তু না চাইলেও বিতর্ক রয়েছে এবং অনেক ক্ষেত্রেই তা অত্যন্ত কুৎসিত রূপ নেয়। তাতে যেমন সুভাষচন্দ্রের মর্যাদাহানি হয়, তাঁর ব্যক্তিত্ব সঠিক ভাবে ও পূর্ণ রূপে বোঝাও কঠিন হয়ে পড়ে। সেই কারনেই ওই বিতর্কের অবসান হওয়া প্রয়োজন।
সেই উদ্দেশ্য নিয়েই এই তথ্যভিত্তিক অনুসন্ধান। অর্ধসত্য, মিথ্যা ও গোপনীয়তার জাল সরিয়ে সত্যকে জানার প্রচেষ্টা।
প্রথম এপিসোডে দেখব সুভাষচন্দ্রের ‘বিয়ের’ খবর কেমন করে জানা গেল।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: