দিনাজপুরের চায়না-থ্রী ও বেদানা লিচুর পার্থক্য কি?
Автор: Md Mamur
Загружено: 2024-06-06
Просмотров: 3464
এক নজরে দেখে নিন দিনাজপুরের চায়না ৩ লিচু ও বেদানা লিচু।
চায়না ৩ (ইংরেজি: China 3) লিচু ফলের একটি প্রকারভেদ হল চায়না ৩।বিজ্ঞানীরা নানা জাতের লিচু উদ্ভাবন করেছেন, তার মধ্যে 'চায়না ৩' জাত রয়েছে। চায়না-৩ লিচুটি বারি লিচু-৩ নামেও পরিচিত। এটি একটি নাবী (সবশেষে পাওয়া যায়) জাতের লিচু এবং লিচুর সকল জাতের মধ্যে আকার, কোষের গড়ন এবং স্বাদের বিচারে বর্তমানে এটিই বাংলাদেশের সবচেয়ে উন্নত জাত। দেশের উত্তারাঞ্চলে এ জাতটি চাষের জন্য বিশেষ উপযোগী।
বেদানা লিচু আকারে গোলাকার, এ লিচুর রঙ গোলাপি, এর বীজ ছোট, রসাল। খোসা পাতলা। অন্য জাতের লিচুর খোসা খুললে লিচুর রস মাটিতে বা শরীরে গড়িয়ে পড়ে কিন্তু বেদানা লিচুর খোসা ছাড়ানোর পর রস মাটিতে বা শরীরে পড়ে না। অনন্য এসব বৈশিষ্ট্যের কারণে বেদানা লিচুর জনপ্রিয়তা ও চাহিদা দেশের সর্বত্র।
আজকের দর প্রতি একশত চায়না থ্রী লিচুর দাম ১৪০০ থেকে১৬০০ টাকা ও বেদানা ১০০ লিচুর দাম ৮০০থেকে ১০০০ টাকা + প্যাকেজিং ও কুরিয়ার খরচ।লিচু ক্যাশ অন ও হোম ডেলিভারি হয়না।
https://www.facebook.com/foodParadise...
মোবাইল ০১৭১৭৫২৫৮৭৬
#দিনাজপুর #দিনাজপুরেরলিচু #লিচু #
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: