৩০০ বছরের জান্নাত ১ সেকেন্ডও দেখা হলো না! ইতিহাসের বড় ট্র্যাজেডি
Автор: Ummah Media
Загружено: 2026-01-24
Просмотров: 123
পৃথিবীর বুকে আল্লাহর জান্নাতকে চ্যালেঞ্জ করে শাদ্দাদ বানিয়েছিল সোনার নগরী 'ইরাম'। কিন্তু ৩০০ বছর সাধনার পর সেই জান্নাতের দরজায় পা রাখতেই কী এমন ঘটলো, যার কারণে এক সেকেন্ডের জন্যও সে ভেতরে ঢুকতে পারল না?
বিস্তারিত: ইতিহাসের পাতায় এক অভিশপ্ত নাম 'শাদ্দাদ'। আদ জাতির এই অহংকারী বাদশাহ নবীর দাওয়াত প্রত্যাখ্যান করে ঘোষণা দিয়েছিল—"আমি মৃত্যুর পরের জান্নাত চাই না, আমি এই পৃথিবীতেই জান্নাত বানাবো।" সারা বিশ্বের সোনা-রুপা লুট করে, লক্ষ মানুষের রক্ত ঝরিয়ে সে তৈরি করেছিল মায়াবী নগরী ইরাম। যার প্রতিটি ইট ছিল সোনার, আর গাঁথুনি ছিল সুগন্ধি মেশকের।
কিন্তু মানুষের ক্ষমতা কি আল্লাহর কুদরতের সামনে টিকতে পারে? জান্নাত তৈরি শেষে যখন সে মহা ধুমধামে সেখানে প্রবেশ করতে গেল, ঠিক দরজার চৌকাঠে তার জন্য অপেক্ষা করছিল এক মহাবিস্ময়!
আজকের ভিডিওতে আমরা জানব:
কীভাবে তৈরি হয়েছিল রহস্যময় ইরাম নগরী?
শাদ্দাদ ও আজরাইল (আ.)-এর সেই শেষ কথোপকথন কী ছিল?
কেন শাদ্দাদের জান্নাত মাটির নিচে তলিয়ে গেল?
কোথায় লুকিয়ে আছে সেই হারানো সভ্যতা?
ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জানুন অহংকারের পতন কতটা ভয়াবহ হতে পারে। ভালো লাগলে শেয়ার করে অন্যকেও সতর্ক করুন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: