কোলকাতার কাশীপুরে বামনদাস মুখোপাধ্যায়ের হেরিটেজ কালী মন্দির
Автор: mrinal buxy
Загружено: 2025-10-19
Просмотров: 145
সরকার কর্তৃক হেরিটেজ ঘোষিত কোলকাতার কাশীপুরে অতি প্রাচীন বামন দাস মুখোপাধ্যায়ের কালী মন্দির সম্বন্ধে কিছু কথা:
নমস্কার,... আমি মৃণাল চলে এলাম আরো একটি ভিডিও আপনাদের কাছে নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক দেবেন শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দেবে আর যারা এই চ্যানেলটিতে নতুন এসেছে অথবা এখনো সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমৃদ্ধ করবে আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আগামীদিনে এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড হলে সরাসরি তার নোটিফিকেশনআপনাদের কাছে পৌঁছে যায়।
কাশীপুরে অঞ্চলে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন ধর্মপরায়ণ বামনদাস মুখোপাধ্যায়। এই মন্দিরের গর্ভগৃহে এক অনন্য শান্ত-মঙ্গলময় রূপে বিরাজমান শ্রী শ্রী কৃপাময়ী কালীমাতা।
১৮৯৪ খ্রিস্টাব্দে বামনদাস মুখোপাধ্যায় জন হার্ট (John Hurt) নামে এক ব্রিটিশ এটর্নির কাছ থেকে, ৩৫ বিঘা জমি ক্রয় করে, এই মন্দির তৈরীর পরিকল্পনা করেন এবং ১৯০৪ খ্রিস্টাব্দে মন্দির নির্মাণ সম্পন্ন করে, মন্দিরের গর্ভগৃহে কষ্টিপাথরে নির্মিত কৃপাময়ী কালী মূর্তি সহ দুটি শিবলিঙ্গ দুর্গেশ্বর ও ক্ষেত্রেশ্বর শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। এছাড়াও এই মন্দিরের গর্ভগৃহের মাতৃবেদীতে রয়েছে “রঘুনাথ নারায়ণ শিলা” নামক একটি শিলা ও একটি পিতলের সিংহ।
পরবর্তীকালে মন্দির রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য একটি ট্রাস্ট গঠন করে, তাঁর উত্তরাধিকারীরা মন্দিরের এই দায়িত্ব পালন করছেন।
বর্তমানে এই মন্দিরটি সরকার কর্তৃক হেরিটেজ ঘোষণা করা হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বোস কংগ্রেস সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর, এই মন্দিরে তাঁকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল ।
নবরত্ন শৈলীতে উচ্চ ভিত্তিবেদির উপর নির্মিত এই মন্দিরটি ত্রিখিলান ও দক্ষিণমুখী ।
মন্দিরের সামনে একটি উন্মুক্ত প্রাঙ্গণ এবং চারপাশে ঘিরে ঘর রয়েছে। মন্দিরে নিত্য পূজা ও সন্ধ্যা আরতি হয়। পূজার সময় দেবীর কাছে সাধারণত নিরামিষ ভোগ নিবেদন করা হয়। তবে বিশেষ তিথিতে আরও আড়ম্বরে মায়ের কাছে ভোগ নিবেদন করা হয়।
এই মন্দিরে বলিপ্রথা সম্পূর্ণ নিষিদ্ধ। বিশ্বকর্মা ও কার্তিক পূজা” ছাড়া সমস্ত পূজা-পার্বণ এই মন্দিরে পালিত হয়।
অতীতে কালীপূজা সময় যাত্রা, তুবড়ি প্রতিযোগিতা, সহ উপস্থিত ভক্তদের ভোগপ্রসাদ ভোজনের আয়োজন হতো। তবে, বর্তমানে ধাপে ধাপে এসব প্রচলন অনেকটাই কমে এসেছে।
এই মন্দিরের বিগত কুড়ি বছরের প্রধান পুরোহিত শ্রী শুভাশিস চক্রবর্তী।
আজও কাশীপুরের এই শ্রীশ্রী কৃপাময়ী কালীমন্দির শুধু একটি ধর্মস্থল নয় —এক বিশ্বাস, এক আধ্যাত্মিক আশ্রয়, যেখানে প্রতিটি ভক্ত মায়ের কৃপা, শান্তি আর শক্তির স্পর্শ অনুভব করেন।
এই মন্দির আজও মনে করিয়ে দেয় —
ভক্তির শক্তিই চিরন্তন, আর মায়ের আশীর্বাদই জীবনের পরম প্রাপ্তি।
*************************************************
Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for 'Fair Use' for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research, Fair use is a permitted by copyright statute that might otherwise be infringing, Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
*************************************************
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: