ডাঃ জাকির নায়েকের ভূল ধরতে গিয়ে মুফতি সাহেব নিজে ভূল করে জান্নাত হারাম করে দিলেন !
Автор: peace waz bd
Загружено: 2018-07-05
Просмотров: 1759269
কুরআন মাথায় নিয়ে বলছি ! আল্লাহ পাকের কসম ! আমি যদি ভূল বলি আমার জান্নাত হারাম হোক ! এর চেয়ে বড় কথা হতে পারে না ।টাইওলা যে বুখারী মুসলিমে নয়টা হাদিসের কথা বলেছে সে খানে আমিন জোরে বলার হাদির নেই । মুফতি মুজিবুর রহমানের কথা চ্যালেঞ্জ করে শায়েখ মতিউর রহমান মাদানী- শাইখ মোখলেস বিন আরশাদ মাদানী বুখারী মুসলিম থেকে সশব্দে/ জোরে আমিনের হাদির দিরেন।
রাসুলুল্লাহ(সাঃ) উচ্চস্বরে আমীন বলতেনরাসুলুল্লাহ(সাঃ) উচ্চস্বরে আমীন বলতেন সাথেসাথে পিছনের লোকেরাও উচ্চস্বরে আমীনবলতেন।জেহরী ছালাতে ইমামের সূরায়ে ফাতিহাপাঠ শেষে ইমাম-মুক্তাদী সকলে সরবে‘আমীন’ বলবে। ইমামের আগে নয় বরং ইমামের‘আমীন’ বলার সাথে সাথে মুক্তাদীর ‘আমীন’বলা ভাল। তাতে ইমামের পিছে পিছে মুক্তাদীরসূরায়ে ফাতিহা পাঠ করা সম্ভব হয় এবং ইমাম, মুক্তাদী ওফেরেশতাদের ‘আমীন’ সম্মিলিতভাবে হয়।
সালাতে জোরে আমিন.. আয়েশা (রা) সূত্রে বর্নিত ,
রাসুল (সা) বলেন : ইহুদীরা তোমাদের অন্য কোন ব্যপারে এতটা ঈর্শানীত হয় না, ,যতটা তোমাদের
সালাতে আমিন বলার ব্যপারে হয়।
সুনানে ইবনে মাজা ,১ম খন্ড হাদিস নং : ৮৫৬
ইমামের সশব্দে আমীন বলা।
আতা (র.) বলেন,'আমীন' হল দুআ।
তিনি আরও বলেন,আব্দুল্লাহ ইব্ন যুবাইর (রা.) ও তার পিছনের মুসুল্লীগণ এমনভাবে আমীন বলতেন
যে,মসজিদে গুমগুম আওয়াজ হতো।
আবু হুরায়রা (রা.) ইমামকে ডেকে বলতেন,আমাকে 'আমীন' বলার সুযোগ থেকে বঞ্চিত করবেন না।নাফি (র.) বলেন,ইব্ন উমর (রা.) কখনোই 'আমীন' বলা ছাড়তেন না এবং তিনি তাদের (আমীন
বলার জন্য) উত্সাহিত করতেন।আমি তার কাছ থেকে এ সম্পর্কে হাদীস শুনেছি।
বুখারী শরীফ-২য় খন্ড, ৫০২ নাম্বার অনুচ্ছেদ পৃষ্টা নাম্বার-১২০-১২১ ইসলামিক ফাউনডেশন
ইমামের সশব্দে ‘’আমীন’’ বলাঃ
আত্বা (রঃ) বলেন, ‘’আমীন’’ হল দু’আ। তিনি আরো বলেন, আবদুল্লাহ ইবন যুবায়ের (রাঃ) ও তাঁর পিছনের
মুক্তাদীগন এত জোড়ে ‘’আমীন’’ বলতেন যে, মসজিদে গুমগুম শব্দ হত। আবু হুরায়রাহ (রাঃ) ইমামকে ডেকে বলতেন, আমাকে ‘’আমীন’’ বলার সুযোগ থেকে বঞ্চিত করবেন না, নাফি (রাঃ) বলেন, ইবন উমার
(রাঃ) কখনই ‘’আমীন’’ বলা ছাড়তেন না এবং তিনি তাদেরকে ‘’আমীন’’ বলতে উৎসাহিত করতেন।
[বুখারী ১০/১১১]
আবু হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিত। নাবী (সঃ) বলেছেনঃ ইমাম যখন ‘’আমীন’’ বলবে তখন তোমরাও ‘’আমীন’’ বলবে। কেননা, যে ব্যাক্তির ‘’আমীন’’ বলা ফেরেশতাদের ‘’আমীন’’ বলার সাথে মিলবে তাঁর পূর্বেকার সব গুনাহ ক্ষমা করে দেয়া হবে। ইবন শিহাব (রঃ) বলেন, রাসুল (সঃ) সুরাহ ফাতিহা শেষে ‘’আমীন’’ বলতেন। [বুখারি; হাদীস নঃ ৭৮০]
ওয়াইল বিন হুজর (রাঃ) সুত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুল (সঃ)-কে ‘’গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দোওয়াললীন’’ পাঠ করতে এবং ‘’আমীন’’ বলতে শুনেছি। আমীন বলতে গিয়ে তিনি নিজের
কণ্ঠস্বর দীর্ঘ ও উচ্চ করলেন। [তিরমিযি; সহীহ; হাদীস নঃ ২৪৮]
মুক্তাদীর সশব্দে ‘’আমীন’’ বলাঃ
ওয়াইল বিন হুজর (রাঃ) সুত্রে বর্ণিত। তিনি বলেন, সলাত আদায়কালে (সুরা ফাতিহা শেষে) রাসুল (সঃ) যখন ‘’ওয়ালাদ্দল্লিন’’ পড়তেন তখন তিনি সশব্দে ‘’আমীন’’ বলতেন। [আবু দাউদ; সহীহ; হাদীস নঃ ৯৩২]
আবু হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিত। নাবী (সঃ) বলেছেনঃ ইমাম যখন ‘’গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দোওয়াললীন’’ বলেন তখন তোমরা ‘’আমীন বল। কেননা, কারো ‘’আমীন’’ বলা ফেরেশতাগণের ‘’আমীন’’
বলার সাথে একই সময় হলে তাঁর পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেয়া হয়।
[বুখারী ; হাদীস নঃ ৭৮২]
ওয়াইল বিন হুজর (রাঃ) সুত্রে বর্ণিত। তিনি রাসুল (সঃ)-এর পিছনে সলাত আদায় করেছেন। তাতে তিনি সশব্দে ‘’আমীন’’ বলেছেন। [আবু দাউদ; হাসান সহীহ; হাদীস নঃ ৯৩৩]
ইবন জুরাইজ বলেন, আমি আত্বা-কে জিজ্ঞেস করলাম, সূরা ফাতিহা পাঠের পর ইবন জুবাইর আমীন বলতেন কি? উত্তরে আত্বা বললেন, হ্যা, আর তাঁর পশ্চাতে মুক্তাদিরাও আমীন বলত। এমনকি (আমীন-এর
গুঞ্জরনে) মসজিদ মুখরিত হয়ে উঠত। অতঃপর তিনি বললেন, ‘’আমীন’’ তো এক প্রকার দু’আ। [মুসান্নাফ আব্দুর রাযযাক ২৬৪০]
‘’আমীন’’ বলার ফজিলতঃ
আবু হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিত। নাবী (সঃ) বলেছেনঃ তোমাদের কেউ ‘’আমীন’’ বললে, আকাশে ফেরেশতাগণ ‘’আমীন’’ বলে থাকেন। উভয়ের ‘’আমীন’’ একই সময় হলে তাঁর পূর্ববর্তী সব গুনাহ ক্ষমা করে দেয়া হয়। [বুখারী ৭৮১]
আবু হুরায়রাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুল (সঃ) বলেছেনঃ ইমাম যখন ‘’আমীন’’ বলবে তোমরাও
তখন ‘’আমীন’’ বলবে। কেননা যার ‘’আমীন’’ বলা ফেরেশতাদের ‘আমীন’’ বলার সাথে সাথে হবে তাঁর
পূর্বেকার গুনাহসমুহ ক্ষমা করে দেয়া হবে।
রাসুল (সঃ) আরো বলেন, ইমাম ‘’গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দল্লিন’’ বললে তোমরা ‘’আমীন’’ বল।
তাহলে (সূরা ফাতিহায় উল্লেখিত দু’আ) আল্লাহ্ তোমাদের জন্য মঞ্জুর করে নিবেন।
======================== Needs and Advice ==================== ✔Email:- [email protected] ✔Phone:- +8801706-917791 ☺ ===========FOLLOW US=============☺ SUBSCRIBE►LIKE►COMMENT►SHARE► ►► / peacewazbd ►► / shantitv ►► / peacewazbd ►► / mkhalilurr ►► / khalilurrahma. . ◉ প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি Subscribe করুন !! ▶ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন!! ▶ Copyright Disclaimer : Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. If you like the video, please like, comment and share it with your friends. Don't forget to subscribe. I have two more channels to visit. Hope you see something better. Thanks. @peace waz bd @শান্তি টিভি - shanti tv #peacewazbd #জোরে_আমিন #Zakir_Naik
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: