সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ল, সেঞ্চুরি ছাড়াল রয়েল বেঙ্গল টাইগার
Автор: AMIT MONDAL
Загружено: 2024-07-30
Просмотров: 15
পশ্চিমবঙ্গে বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 102। রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যাতেও সেঞ্চুরি করে ফেলেছে বাংলা । আগামিকাল, 29 জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসের খুশির খবর, গত চার বছরে সুন্দরবনে বাঘ বেড়েছে 13টি । বিশ্বের বৃহত্তম বাদাবনে কত সংখ্যক বাঘ আছে তা গুনতে ৭২০টি বিশেষ স্থানে প্রায় ১৫০০টি ক্যামেরা বসানো হয়েছিল। এই ক্যামেরাগুলি সঠিকভাবে পর্যবেক্ষণ করার জন্য বন দফতরের ৪০ জন কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের কাজে লাগানো হয়। গত বছরের ২৭ নভেম্বর থেকে শুরু হয়েছিল বাঘ গণনার কাজ। মোট ১০ হাজার ২০০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গড়ে ওঠা সুন্দরবনের মধ্যে ৪ হাজার ২০০ বর্গ কিলোমিটার রয়েছে পশ্চিমবঙ্গে। আর এই বিস্তীর্ণ এলাকা জুড়ে হয়েছিল গণনা। সেই গণনায় দেখা গেল বাঘের সংখ্যা সেঞ্চুরি পার করেছে সুন্দরবনে।
সংগৃহীত
#royelbengaltiger
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: