GHATSHILA TOUR।। RESORT ARANYAK, GHATSHILA।। GHATSHILA HOTEL।আরণ্যক রিসর্ট ঘাটশিলা। ঘাটশিলা ভ্রমণ ।
Автор: SRC DESTINATION
Загружено: 2024-09-20
Просмотров: 2478
GHATSHILA TOUR।। RESORT ARANYAK, GHATSHILA।। GHATSHILA HOTEL।আরণ্যক রিসর্ট ঘাটশিলা। ঘাটশিলা ভ্রমণ ।
কিসের টানে ঘাটশিলা ভ্রমণ
অরণ্য পাহাড় নদী ঝর্ণা হ্রদ; বাংলাভাষী হিন্দিভাষী আদিবাসী; পরব মেলা মাদলের বোল, এ-সবই ঘাটশিলা ভ্রমণ করার বড় পাওয়া। সময় এগিয়েছে। নগরায়ণের ছোঁয়া লেগেছে ঘাটশিলাতেও। তা বলে হারিয়ে যায়নি সুবর্ণরেখা। হেঁটে হেঁটে নানা জায়গায় বেড়াতেন বিভূতিভূষণ। তাঁর “আরণ্যক” উপন্যাসের সেই ফুলডুংরি পাহাড়, এখনো যেতে পারেন সেই সুন্দর ছোট্ট পাহাড়ে। ঘাটশিলার প্রান সুবর্ণরেখা নদী, কথিত আছে এই নদীর বালুতটে নাকি সোনা পাওয়া যেত, তাই এর নাম সুবর্ণরেখা। ঘাটশিলা ভ্রমণের প্রতি মুহুর্তে সুবর্ণারেখা বাঙালির মনকে যেন ছুঁয়ে যায় বাংলা সাহিত্যের হাত ধরে। অনেকে বলেন সুবর্নরেখা নদীর ঘাটে শত শত শিলা শায়িত বলে নাকি এই স্থানের নামকরণ করা হয়েছে ঘাটশিলা।
কিভাবে যাবেন ঘাটশিলা......
বিমান পথে – কাছাকাছি বিমান বন্দর হর রাঁচি, যা এখান থেকে ১৫৬ কিমি দূরে। রাঁচি থেকে সড়ক পথে প্রায় ৩ ঘন্টা লাগবে। আরেকভাবে কলকাতা বিমান বন্দর, তারপর ট্রেনে ঘাটশিলা।
সড়ক পথে – কলকাতা থেকে দূরত্ব ২৪০ কিমি, যেতে সময় লাগে ৫ ঘন্টার মত। কলকাতা থেকে গাড়িতে ঘাটশিলা যেতে হলে খড়গপুর – বাহাড়গোড়া – ধলভূমগড় হয়ে ঘাটশিলা যাওয়া যায়। যদিও বাহাড়গোড়া থেকে ঘাটশিলা অবধি রাস্তার অবস্থা খুব খারাপ। আরেকভাবেও যেতে পারেন তা হল – খড়গপুর হয়ে লোধাসুলি থেকে ডানদিকে ঝাড়গ্রামের দিকে বেঁকে চিল্কিগড় – জামবনি – পাড়িহাটি – চাকুলিয়া – ধলভূমগড় হয়ে ঘাটশিলা পৌছান যায়।
ট্রেনে গেলে – কলকাতা থেকে দূরত্ব ২১৫ কিমি, যেতে সময় লাগে ৩ বা সাড়ে ৩ ঘন্টা। হাওড়া থেকে ঘাটশিলা ভ্রমণের জন্য জনশতাব্দী এক্সপ্রেস সবথেকে দ্রুত, এটি সকাল ৬টা ২০ মিনিটে ছাড়ে। এছাড়াও রয়েছে হাওড়া ইস্পাত এক্সপ্রেস,স্টিল এক্সপ্রেস, টাটানগর ফেস্টিভ্যাল স্পেশাল।
ঘাটশিলা নামার পর স্টেশনে চত্ত্বরেই অনেক কিছু অটো এবং গাড়ি আছে। অটোর ক্ষেত্রে বিভিন্ন স্পট ঘুরে দেখার নির্দিষ্ট ভাড়া বেঁধে দেওয়া আছে। সেগুলির কোনও একটি ভাড়া করে নিলে সারা দিনের জন্য নিশ্চিন্ত। ঘাটশিলার দর্শনীয় স্থানগুলি গাড়ি করেও দেখে নিতে পারবেন। তবে গাড়ির কোনও নির্দিষ্ট ভাড়া নেই, আপনাকে দরদাম করে নিতে হবে। হ্যাঁ এটাই ঘাটশিলা ভ্রমণের প্রথম পদক্ষেপ। তবে আগে থেকে বুক করে গেলে সুবিধা হবে। গুগলে ঘেঁটে ঘাটশিলার অটো কিংবা গাড়ির ড্রাইভারের ফোন নম্বর পেয়ে যাবেন।
@srcdestination4508
#bengalivlog
#ghatshila
#ghatshilatour
#travel
#nature
#familyvlog
#familyvlogs
#motovlog
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: