হরিপুরের আগুন পাহাড়| গ্যাস উত্থান ও পাহাড়ি আগুনের রহস্য |Haripur Gas Plant
Автор: Travel With Taher
Загружено: 2024-08-23
Просмотров: 388
আগুন পাহাড়
আগুন পাহাড় (Agun Pahar) সিলেট জেলা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে জৈন্তাপুর উপজেলার হরিপুরের উৎলারপার গ্যাস ফিল্ড এর কাছে অবস্থিত। হরিপুরের আগুন পাহাড় প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি। রোদ-বৃষ্টি কোনো কিছুতেই থেমে নেই আগুন। টিলার মধ্যে ছোট ছোট গর্তে প্রতিনিয়ত জ্বলতে দেখা যায় আগুন। এই পাহাড়ে দিনরাত আগুন জ্বলে থাকে। পাহাড়ের যেকোন স্থানে খোঁচা দিলেই আগুন বের হয়ে আসে। এই দৃশ্য দেখতে প্রতিদিনই দূরদূরান্ত থেকে অনেক পর্যটক আসেন। তবে এলাকাটি ঝুঁকিপূর্ণ হওয়ায় গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ সতর্কতার জন্য সাইনবোর্ড টাঙ্গিয়ে রেখেছে।
আগুন পাহাড়ের আসল রহস্য
হরিপুর এর এই যায়গাতেই বাংলাদেশে প্রথম ১৯৫৫ সালে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পায় তৎকালীন পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড (পিপিএল)। গ্যাস উত্তোলনের লক্ষ্যে ওই বছরেই কূপ খননের কাজ শুরু করে তারা। কিন্তু গ্যাসের অতিরিক্ত উচ্চচাপের কারণে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। ভূমিধসের কারনে এই জায়গায় পুকুরের মতো গভীর গর্ত সৃষ্টি হয়। আশেপাশের ছোট টিলার পাহাড় গুলোর মধ্য দিয়েও গ্যাস নির্গত হয়। যার কারণে এইখানে অনেক জায়গাতে আগুন জ্বলে থাকে।
কিভাবে যাবেন
সিলেট নগরীর সোবহানীঘাট বা ধোপাদীঘির পাড় থেকে পাওয়া বাস, অটোরিকশা ও লেগুনায় চড়ে যেতে সময় লাগে ৪০-৪৫ মিনিট। বাসে হরিপুর বাজারে গিয়ে সেখান থেকে অটোরিকশায় যাওয়া যায়। সিএনজি অটোরিশায় জনপ্রতি ভাড়া লাগবে ৬০ টাকা। রিজার্ভ নিলে ভাড়া লাগবে ৩০০-৩৫০ টাকা।
ঢাকা থেকে বাসে বা ট্রেনে সিলেট যাওয়া যায়। চট্টগ্রাম থেকেও বাসে বা ট্রেনে সিলেট যাওয়া যায়। বিস্তারিত জানতে পড়ুন ঢাকা থেকে সিলেট যাওয়ার উপায়।
টিপসঃ জাফলং বা লালাখাল ঘুরতে গেলে হরিপুর হয়েই যেতে হয়, তাই আপনি চাইলে খুব অল্প সময়ে জাফলং ভ্রমণের সাথে আগুন পাহাড় ঘুরে দেখতে পারবেন সহজেই।
কোথায় থাকবেন
আগুন পাহাড়ের কাছে থাকার কোন ব্যবস্থা নেই। তাই রাতে থাকার প্রয়োজন হলে সিলেট শহরে এসে আপনার প্রয়োজন মত যেকোন হোটেল এ থাকতে পারবেন। সিলেটের হোটেল নিয়ে আমাদের ব্লগ পড়ুন এইখান থেকে সিলেট হোটেল ও রিসোর্ট।
কোথায় খাবেন
সিলেটর জিন্দাবাজার এলাকার পানসী, পাঁচ ভাই কিংবা পালকি রেস্টুরেন্টে সুলভ মূল্যে পছন্দমত নানা রকম দেশী খাবার খেতে পারেন। এইসব রেস্টুরেন্টের বাহারী খাবার পর্যটকদের অন্যতম আকর্ষণ। এছাড়াও সিলেট শহরে বিভিন্ন মানের রেস্টুরেন্ট আছে, আপনার পছন্দ মত যে কোন রেস্টুরেন্টে খেয়ে নিতে পারেন।
আশেপাশের দর্শনীয় স্থান
সিলেট শহর এবং সিলেটের আশেপাশে যে সকল দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য পর্যটন স্থান হলো, হযরত শাহপরাণ মাজার, জাফলং, বিছনাকান্দি, রাতারগুল, ভোলাগঞ্জ, লালাখাল, সংগ্রামপুঞ্জি ঝর্ণা, ক্বীন ব্রিজ, আলী
আমজাদের ঘড়ি ও ড্রিমল্যান্ড পার্ক ইত্যাদি।
#foryou #travel #nature #beautifulbangladesh #bangladeshtourism #beautifulcountry #beautifulplace #fiar #firehill #haripur #sylhettourism #sylhetbeauty #syl #sylhetivlog #sylhetivlogger #travelwithtaher #haripur_gasfeld
#আগুন_পাহার
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: