আমাদের বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী গ্রামের সংস্কৃতি ও তার ঐতিহ্য মধুময়, মাতৃভূমি ও মাতৃভাষা
Автор: ALL IN ONE ( OFFICIAL BD )
Загружено: 2018-01-17
Просмотров: 43524
আমাদের বাঞ্ছারামপুর উপজেলার রুপূসদী গ্রামের সংস্কিতি ও তার ঐতিহ্য মধুময়, মাতৃভূমি ও মাতৃভাষা কে নিয়েই একটি ভিডিও চিএ তথ্য চিএ তুলে ধরা হয়েছে ।
ভিডিও টি শেয়ার করে গ্রামের সংস্কৃতি ও তার ঐতিহ্য মধুময়, মাতৃভূমি ও মাতৃভাষা সকলের কাছে প্রকাশ করবেন ।
বাঞ্ছারামপুর উপজেলা
বাঞ্ছারামপুর উপজেলা বাংলাদেশের ব্রাহ্মণবাড়ীয়া জেলার একটি প্রশাসনিক এলাকা।
অবস্থান ও আয়তন [সম্পাদনা] ঃ
পশ্চিমে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা, উত্তরে নরসিংদি, দক্ষিণে কুমিল্লা জেলার হোমনা উপজেলা, পূর্বে নবীনগর উপজেলা অবস্থিত।
ইতিহাস
১৯১২ সালে এখানে পুলিশ ফাঁড়ি স্থাপিত হয় এবং ১৯২০ সালে ৭টি ইউিনয়ন নিয়ে এটি একটি পূর্ণাঙ্গ থানায় এবং ১৯৬৫ সালে ১৩টি ইউিনয়ন নিয়ে গঠিত হয় বাঞ্ছারামপুর উপজলা।
প্রশাসনিক বিন্যাস
এই উপজেলাটি ১৩টি ইউনিয়ন, ৭৪টি মৌজা ও ১২১টি গ্রাম নিয়ে গঠিত।
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এখানকার মোট লোকসংখ্যা ২,৯৮,৪৩০ জন।
শিক্ষা[সম্পাদনা]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এখানকার শিক্ষার হার ৩৮.৫০%। এখানে রয়েছেঃ
প্রাথমিক বিদ্যালয় - টি;
মহাবিদ্যালয় - টি;
উচ্চ বিদ্যালয় - টি;
জুনিয়র বিদ্যালয় - টি;
মাদ্রাসা - টি।
স্বাস্হ্য[সম্পাদনা]
স্বাস্হ্য সেবাদানের জন্য রয়েছেঃ
উপজেলা স্থাস্থ্য কেন্দ্র - ১টি;
জন্ম নিয়ন্ত্রন কেন্দ্র - 13টি;
ক্লিনিক - টি;
স্যাটেলাইট ক্লিনিক - 52টি;
পশু চিকিৎসা কেন্দ্র - ১টি;
দাতব্য চিকিৎসা কেন্দ্র - টি;
কৃত্রিম প্রজনন কেন্দ্র - ১টি।
কৃষি[সম্পাদনা]
এখানকার প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ কৃষক।
প্রধান ফসলঃ ধান, গম, বিভিন্ন ধরনের সব্জী।
লুপ্ত বা লুপ্ত প্রায় শষ্যাদিঃ কাউন, আউস ও আমন ধান, পাট ও আড়হর ডাল।
প্রধান ফলঃ কলা, কাঁঠাল, আম, জাম, পেঁপে, পেয়ারা, কুল ও তরমুজ
অর্থনীতি[সম্পাদনা]
কুটির শিল্প - মৃৎ শিল্প, সূচী-শিল্প।
রপ্তানী পণ্য - শাক-সব্জী।
যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]
সড়ক পথঃ ;
নৌ- পথঃ নটিক্যাল মাইল;
রেল পথঃ কিলোমিটার।
কৃতী ব্যক্তিত্ব
ক্যাপ্টেন এ. বি. তাজুল ইসলাম - রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী
।
উল্লেখযোগ্য স্থান ও স্থাপনা
কান্দু শাহ্ এর মাজার
রাহাত আলী শাহ্ এর মাজার
বিবিধ[সম্পাদনা]
এনজিও
ব্রাক, আশা, গ্রামীন ব্যাংক সক্রিয় এনজিওদের মধ্যে অন্যতম।
হাট-বাজার ও মেলা
আনন্দ বাজার
ভোর বাঁজার
সোনারামপুর বাজার
মরিচা কান্দি বাজার
দরিয়াদৌলত বাজার
পাহাড়িয়া কান্দি বাজার
রূপদী বাজার
মাছিনাগর বাজার
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: