কেজা কোড ব্যাবহার করে চলতো শিবির || নামায পড়তো টয়লেটে || কৌশল নয় যেন থ্রিলার মুভি!
Автор: NoboDristi
Загружено: 2025-09-20
Просмотров: 47
যে কোড ব্যবহার করে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে আসে জয় | শিবিরের কৌশল যেন থ্রিলার মুভি |
প্রায় চার দশক ধরে নিষিদ্ধ থাকা ইসলামী ছাত্রশিবির (আইসিএস) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অভাবনীয় সাফল্য অর্জন করেছে।
সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচনে ২৫টির মধ্যে ২০টি পদে জয়লাভ করেছে শিবির সমর্থিত প্যানেল।
📌 মূল তথ্যসমূহ:
শিবিরকে দীর্ঘ ৪০ বছর ক্যাম্পাসে গোপনে কাজ করতে হয়েছে।
নিজেদের নিরাপত্তার জন্য ব্যবহার করত সাংগঠনিক নাম, কোডনেম ও গোপন যোগাযোগ ব্যবস্থা।
ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদীব জানান, শিবির সন্দেহে নির্যাতনের শিকার হয়ে অন্তত ১৫০ জনকে ক্যাম্পাস ছাড়তে হয়েছিল।
১৯৯৪ সালে কামরুল ইসলামকে শিবিরের ডায়েরি রাখার অভিযোগে হত্যা করা হয়।
২০০৯ সালেও শিবির সন্দেহে শিক্ষার্থীদের ওপর নির্যাতনের ঘটনা ঘটে।
জুলাই আন্দোলনের পর শিবির প্রকাশ্যে আসে এবং এখন ক্যাম্পাসে বাধাহীন কার্যক্রম চালাচ্ছে।
ফলাফল ঘোষণার সময় শিবির কর্মীদের স্লোগান ছিল “আল্লাহু আকবার”।
📢 বিশ্লেষকদের মতে, এই জয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে।
#জাহাঙ্গীরনগর #জাকসু #শিবির #ছাত্ররাজনীতি #BangladeshPolitics #Election2025
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: