খরগোশের পাতলা পায়খানা হলে করনীয় | খরগোশের ডায়রিয়ার চিকিৎসা | খরগোশ পালন rabbit loose motion
Автор: grow life
Загружено: 2023-05-02
Просмотров: 40036
খরগোশের পাতলা পায়খানা হলে করনীয় | খরগোশের ডায়রিয়ার চিকিৎসা | খরগোশ পালন rabbit loose motion
এই ভিডিওতে আপনি জানতে পারবেন খরগোশের পাতলা পায়খানা কেন হয় এবং কিভাবে অসুস্থ খরগোশকে খাওয়াবেন আর কিভাবে পাতলা পায়খানায় আক্রান্ত খরগোশকে সুস্থ করে তুলবেন। আজকে আমি তোরে প্রশ্নগুলোর উত্তর ক্লিয়ার করে দেবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন।
প্রথমত খরগোশের পাতলা পায়খানা কেন হয় এর পেছনে মূল দুইটা কারণ হলো ছত্রাক এবং ব্যাকটেরিয়া যদি কোনভাবে করবে সে শরীরে অতিরিক্ত মাত্রায় ব্যাকটেরিয়া চলে যায় তবে এটা তাদের পাতলা পায়খানা তৈরি করে। দেখলে আর খরগোশের সঙ্গে প্রবেশ করে মূলত বাসী পানির মাধ্যমে ধরুন আপনাদের পানি দিয়েছেন কিন্তু পানির পাত্র এক দুই দিন ধরে পরিষ্কার করছেন না এমন অবস্থায় পেট খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় আবার আপনার খরগোশকে খাওয়াচ্ছেন কিন্তু খাবার গুলো পুরনো বা খাবার গুলো পচে গেছে এই টাইপের খাবার যদি তারা খেয়ে ফেলে তবে পেট খারাপ হতে পারে।
একে রোধ করার জন্য যে খাবারগুলো আপনি খরগোশকে দিবেন অবশ্যই ধুয়ে পরিষ্কার করে তারপর দেবেন বাজার থেকে শাক কিনে আনলে সেটা একটা বালতির মধ্যে পানিতে চুবিয়ে ঠিকভাবে ধুয়ে তারপর খেতে দিবেন। তাছাড়া যদি খরগোশের ঘাস আপনি এমন কোন জায়গা থেকে আনেন যেখানে ময়লা আবর্জনা রয়েছে বা সাথে পরিবেশ ছিল সেরকম তাহলে ঘাস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর খাওয়াবেন কিন্তু যদি পরিষ্কার জায়গা থেকে আনেন তবে না ধুলেও চলে। একেবারে সহজভাবে বললে খরগোশের রোগ প্রতিরোধের জন্য বা খরগোশের যেটুকু ইউনিয়ন সিস্টেম আছে তার থেকে অধিক মাত্রায় যদি পচা খাবার কিংবা জীবাণুযুক্ত ব্যাকটেরিয়া যুক্ত খাবার ওরা খেয়ে ফেলে তবে ওদের পেটে সমস্যা হয়। যেহেতু প্রাকৃতিকভাবে এই প্রাণীটি নিজে থেকেই মাঠে-ঘাটে খাবার সংগ্রহ করে খায় এজন্য তাদের বডি মেকানিজমে একটু একটু রোগ জীবাণু প্রতিরোধ করার মত ক্ষমতা থাকে কিন্তু যদি সেটা বেশি হয়ে যায় তবে প্রথম সমস্যা হিসেবে পেট খারাপ দেখা দেয়। খরগোশটা ঘাস খাওয়ানোর সময় আমরা বিভিন্ন জায়গা থেকে ঘাস সংগ্রহ করি এক্ষেত্রে দেখা যায় অনেক সময় কথা ডোবা বা আবর্জনা যুক্ত স্থান থেকে আমরা ঘাসগুলো নিয়ে আসি যার মধ্যে সহজেই জীবাণু এসে যায় তাই অবশ্যই ঘাস গুলো পরিষ্কার করে খাওয়াবেন।
তাছাড়া যে সমস্ত জায়গার ঘাস পানিতে ডুবে থাকে বা হালকা পচন ধরেছে কিংবা বন্যার পানির মধ্যে ডুবে ছিল নতুন করে জেগে উঠেছে ঘাসগুলো এরকম জায়গার ঘাস খাওয়াবেন না কারণ এসব জায়গায় বিভিন্ন জীবাণু থাকে । কারণ বন্যার পানিতে কিন্তু হাজার রকমের রোগ জীবাণ ু এবং ব্যাকটেরিয়া থাকে সেটা যদি আপনি আপনার খরগোশকে ডাইরেক এনে খাওয়ান তবে পেট খারাপ হয়ে সম্ভাবনা 90%। তাই যে জায়গায় ঘাস ডুবে ছিল সে জায়গা থেকে তুলে খরগোশকে ঘাস দিবেন না।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: