রাতারগুল সোয়াম্প ফরেস্ট। সিলেট ভ্রমন,১ম পর্ব। রাতারগুল, সিলেট।Prince outdoors again.
Автор: Prince outdoors again
Загружено: 2025-07-25
Просмотров: 114
রাতারগুল সোয়াম্প ফরেস্ট। সিলেট ভ্রমন,১ম পর্ব। রাতারগুল, সিলেট।Prince outdoors again. #Ratargul#shylet#রাতারগুল #ratargul
আমার জেলা চাঁদপুর থেকে এবারের সিলেট ভ্রমণ কাহিনী নিয়ে নির্মিত এই পর্ব। আমরা চাঁদপুর থেকে কোরবানি ঈদের ছুটিতে বাসে করে সিলেট যাত্রা করি ।সততা বাসে করে চাঁদপুর টু সিলেট । চাঁদপুর থেকে সকালে এবং রাতে নিয়মিত বেশ কিছু বাস ছেড়ে যায়।একতা ,সততা নামের বাস গুলো নিয়মিত যাতায়াত করে । এছাড়া বিআরটিসি এসি /নন এসি বাস গুলো এই রুটে চলাচল করে । ভাড়া ৬০০/৭০০ এবং ১৩০০/১৪০০ টাকা।আমরা রাত ৯:২০ এর সততা বাসে চাঁদপুর থেকে রওনা করি ।ভোর ৪ টায় সিলেট হুমায়ুন চত্বর বাস স্ট্যান্ডে এসে পৌঁছাই। ওখান থেকে অটো / সিএনজি নিয়ে ভোরে হযরত শাহজালাল ( রহ) এর দরগাহ যে চলে যাই । মাজার পরিদর্শন করে আমরা আগে থেকে বুকিং করে রাখা মাহিন্দ্রা, সিএনজি করে রাতারগুলের উদ্দেশ্য রওনা করি । এই সিএনজি করে আমরা সারাদিন সিলেটে ঘুরেছি। ওনি আমার পরিচিত তাই ভাড়া নিয়ে দরকষাকষি করতে হয় না কখনো। খুবই ভালো, ভদ্র মানুষ ওনি । এমনি তে সারাদিন এর জন্য নরমাল ভাড়া ১৭০০/১৮০০ টাকা ।
আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে আসতে পারবেন এই রাতারগুল সোয়াম্প ফরেস্টে। ঢাকা থেকে বাস/ট্রেন/বিমান এই সব উপায়ে সিলেট আসা যায় । সিলেট শহর থেকে সিএনজি, প্রাইভেট কার, মোটরসাইকেলে করে খুব সহজেই আসা যায় এখানে। সিলেট শহর থেকে মাত্র ২৬ কিলোমিটার দূরে অবস্থিত এই রাতারগুল। আসতে সময় লাগে ৪০/৪৫ মিনিট ।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: