হতাশা ও একাকীত্ব থেকে মুক্তির গীতার পথ | জীবন বদলে দেওয়া শ্রীমদ্ভগবদ্গীতার বাণী। 🙌🏾
Автор: Shree Krishna Bhakti (শ্রীকৃষ্ণ ভক্তি)
Загружено: 2026-01-02
Просмотров: 1009
হতাশা ও একাকীত্ব আজ অনেক মানুষের জীবনের নীরব সঙ্গী। যখন মনে হয় কেউ পাশে নেই, জীবন অর্থহীন হয়ে যাচ্ছে—ঠিক তখনই শ্রীমদ্ভগবদ্গীতা আমাদের সামনে খুলে দেয় আলোর পথ।
এই ভিডিওতে আমরা গীতার বাণীর মাধ্যমে বুঝতে চেষ্টা করেছি— কেন জীবনে হতাশা আসে,
একাকীত্বের প্রকৃত কারণ কী,
এবং কীভাবে গীতার উপদেশ আমাদের মনকে শক্ত করে, নতুন করে বাঁচতে শেখায়।
শ্রীকৃষ্ণ অর্জুনকে যেমন অন্ধকার থেকে আলোর পথে নিয়ে গিয়েছিলেন, তেমনই গীতার এই শিক্ষা আপনাকেও মানসিক শক্তি, শান্তি ও আত্মবিশ্বাস দিতে পারে।
যদি আপনি হতাশ, একা, ভেঙে পড়েছেন বা জীবনের অর্থ খুঁজছেন—এই ভিডিওটি আপনার জন্যই।
📖 গীতা পড়ুন, ভাবুন, আর জীবনকে নতুন চোখে দেখুন।
🙏 শ্রীকৃষ্ণ ভক্তি চ্যানেলের সঙ্গে থাকুন, নিয়মিত গীতার সার ও জীবন বদলে দেওয়া বাণী পেতে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: