পৃথিবীর সবচেয়ে রহস্যময় দ্বীপ | যেখানে গেলে কেউ আর ফিরে আসে না
Автор: MOVIE GURU BD
Загружено: 2026-01-02
Просмотров: 3921
#ColdSkin #SciFiMovie #Thriller
Cold Skin Movie Explained In Bangla.
পৃথিবীর সবচেয়ে রহস্যময় দ্বীপ | যেখানে গেলে কেউ আর ফিরে আসে না | যে দ্বীপ থেকে কেউ ফিরে আসেনি | সত্য ঘটনা নাকি ভয়ংকর রহস্য?
১৯১৪ সাল।
এক তরুণ আবহাওয়াবিদকে পাঠানো হয় সমুদ্রের মাঝখানে অবস্থিত এক নির্জন দ্বীপে। সেখানে পৌঁছে সে দেখে—দ্বীপে আর কেউ নেই। একমাত্র বাসিন্দা হলো বাতিঘরের দায়িত্বে থাকা গ্রুনার নামের এক রহস্যময় ও পাগলাটে মানুষ।
কিন্তু প্রথম রাত নামতেই যুবকটি বুঝে যায়—এই দ্বীপ মোটেও সাধারণ কোনো জায়গা নয়।
প্রতিটি রাতে উত্তাল সমুদ্রের গভীরতা থেকে উঠে আসে হাজার হাজার অদ্ভুত নীল রঙের দানব, যারা নির্মমভাবে মানুষের ওপর আক্রমণ চালায়। প্রাণ বাঁচাতে যুবকটি আশ্রয় নেয় বাতিঘরের ভেতর।
তখন গ্রুনার ভয়ঙ্কর এক সত্য প্রকাশ করে বলে—
“ওরা আমাদের গন্ধ পায়… ওরা আমাদের মাংস চায়।”
কিন্তু প্রশ্ন থেকেই যায়—
🌊 এই সমুদ্রদানবগুলোর আসল পরিচয় কী?
🧟♀️ গ্রুনার কেন একটি দানব মেয়েকে বন্দি করে পোষ মানিয়ে রেখেছে?
⚔️ মানুষ আর প্রকৃতির এই নিষ্ঠুর যুদ্ধে শেষ পর্যন্ত কে টিকে থাকবে?
এই সব রহস্যের উত্তর জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে…
#ভয়ংকররহস্য #লাইটহাউসরহস্য #সমুদ্রেরঅজানা
#BanglaHorror #MysteryBangla #ScaryStoryBangla
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: