Purulia: শুরু হলো পুরুলিয়া থেকে দীঘা সরকারি বাস পরিষেবা। Purulia To Digha
Автор: Purulia News Videos
Загружено: 2025-06-23
Просмотров: 7936
Purulia: শুরু হলো পুরুলিয়া থেকে দীঘা সরকারি বাস পরিষেবা। Purulia To Digha Bus Service 🚌🚐🏞️
#khabarpurulia24x7 #purulianews #puruliaupdate #busservice #dighatrip #puruliatodigha
পুরুলিয়ায় বাস পরিষেবায় নতুন পালক। পুরুলিয়া থেকে দীঘাগামী এবার সরকারি বাস পরিষেবা চালু হলো। এই সরকারি বাসে মাত্র ২৪৫ টাকাতেই পুরুলিয়া থেকে সরাসরি দীঘা যেতে পারবেন পুরুলিয়াবাসী। দর্শন করতে পারবেন দীঘার জগন্নাথ ধাম। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার উদ্যোগে আজ সোমবার সেই বাস পরিষেবার আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন হলো পুরুলিয়া বাসস্ট্যান্ডে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান সুভাষ মন্ডলের হাত ধরে এদিন সরকারি বাসের উদ্বোধন হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সহ অতিরিক্ত জেলাশাসক আদিত্য বিক্রম মোহন হিরানি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো,জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি সহ অন্যান্যরা। জানা গেছে প্রতিদিন সকাল ৬:৪৫ মিনিটে পুরুলিয়া বাসস্ট্যান্ড থেকে বাসটি ছাড়বে। দিঘা পৌঁছাবে বিকাল তিনটেয়। বাসের ভাড়া মাত্র ২৪৫ টাকা রাখা হয়েছে। এত দিন পুরুলিয়া থেকে দীঘা যাওয়ার কোনও সরকারি বাস ছিল না। ছিল না সরাসরি ট্রেন যোগাযোগ ব্যবস্থাও। যার ফলে ব্যাপক সমস্যায় পড়তে হতো জেলার বাসিন্দাদের। সেই সমস্যা ঘুঁচল এবার।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: