কিভাবে বাইকের রেজিস্ট্রেশন ফাইল রেডি করবেন| Registration Fee Only 1069tk
Автор: NextMove By Faisal
Загружено: 2022-01-13
Просмотров: 75855
#bike_registration #BRTA_online_from #Registration_fee
কিভাবে বাইকের রেজিস্ট্রেশন ফাইল রেডি করবেন
NextMove By Faisal
সেবাপ্রত্যাশী সংশ্লিষ্ট বিআরটিএ অফিসে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় কাগজপত্রসহ তাঁর মোটরযানের রেজিস্ট্রেশনের জন্য আবেদন করবেন।
অত:পর বিআরটিএ অফিস কর্তৃক তাঁর আবেদন ও সংযুক্ত দালিলাদি যাচাই-বাছাই করে সঠিক পাওয়া গেলে গ্রাহককে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন ফি জমা প্রদান করতে একটি এ্যাসেসমেন্ট স্লিপ প্রদান করা হবে এবং ফি জমা প্রদানের পর গাড়িটি পরিদর্শণের জন্য বিআরটিএ অফিসে হাজির করতে হবে।
গাড়িটি পরিদর্শণ করার পর মালিকানা ও গাড়ি সংক্রান্ত যাবতীয় তথ্য বিআরটিএ ইনফরমেশন সিস্টেমে এন্টি পর সহকারী পরিচালক(ইঞ্জি:) কর্তৃক রেজিস্টেশনের অনুমোদন প্রদান করা হয় এবং রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নম্বর উল্লেখপূর্বক একটি প্রাপ্তিস্বীকারপত্র, ফিটনেস সার্টিফিকেট ও ট্যাক্স টোকেন প্রিন্ট করে সংশ্লিস্ট কর্মকর্তাদের স্বাক্ষর করত: গ্রাহককে প্রদান করা হয়।
Motorcycle Registration Doccuments-
1. ব্যাংক জমা ১০১৫২ টাকা /- (২ বছর)।
2. শোরুম পেপারস ও অনলাইন ডাটা।
3. রেজিষ্ট্রেশন ফর্ম ফিলাপ।
4. ড্রাইভিং লাইসেন্স এর কপি।
5. কারেন্ট বিল এর কপি।
6. 4 কপি ছবি।
7. জাতীয় পরিচয়পত্রের কপি।
8. নোটারী (৫০ টাকার)।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: