31st, 2026 at Jaflong border/জাফলং বর্ডারে ৩১শে ডিসেম্বর, ২০২৬
Автор: Sujoy
Загружено: 2026-01-02
Просмотров: 30
প্রতি বছর ৩১ ডিসেম্বর রাত ১২টায় জাফলং বর্ডারে বিপুল পরিমান আতশবাজি পুরিয়ে নতুন ইংরাজি বছরকে স্বাগত জানানো হয় এবং জাফলং বর্ডার থেকে মাত্র ৪০০ গজ দূরে ভারতের মেঘালয়ের ডাউকি বাজার। ডাউকি বাজারে ভারত সময় ঠিক রাত ১২টায় বিপুল পরিমান আতশবাজি পুরিয়েও নতুন বছরকে স্বাগত জানানো হয়। মজার বিষয় হলো, বাংলাদেশের রাত বারোটায় আমাদের আতশবাজি ভারতের ডাউকির লোকজন এনজয় করে আর আমরা বাংলাদেশ সময় ১২ঃ৩০ মিনিটে (ভারত সময় রাত ১২টায় তাদের আতশবাজি পুরানো হয়। দেশের বহু জেলা উপজেলার মানুষ ঐখানো জড়ো হন এবং আতশবাজি পুরানো উপভোগ করেন। আমরা রাঙাসুরের সকল এলিন ভাইয়ের আমন্ত্রণে এবং রিমন ভাইয়ের তত্বাবধানে ঐখান থেকে ঘুরে আসি।
ভালো লাগলে লাইক, শেয়ার, সাব্সক্রাইভ করবেন।
ধন্যবাদ।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: