বাগানের প্রতিটা ফলের গাছ ও ফুল সবজি কীভাবে এত সুন্দর ভেবে পাচ্ছি না /Fruit Garden Overview /
Автор: Green Friends
Загружено: 2023-12-02
Просмотров: 30779
#gardening_tips #rooftop_farming
খুব সহজে ছাদে আমরা ফলের গাছ করতে পারি সকলেই। সেই কাজ করতে গিয়ে অনেক মানুষই হিমশিম খেয়ে যায় সকলের পক্ষে সমান হয় না কিন্তু আমরা যদি চেষ্টা করি বা এই সমস্ত ভিডিওগুলো দেখি তাহলে সকলেই আমরা এই ধরনের ভালো সুন্দর ফলের গাছ ফুল ও সবজি আমরা সকলেই করতে পারব তবে মন দিয়ে ভিডিওটি দেখতে হবে কারণ একজনের ছাদে হচ্ছে মানেই সকলের ছাদে যে হবে আমরা সবাই মোটামুটি জেনে গেছি এই চ্যানেল ফলো করে।
আগামী দিন প্রত্যেকটা বাগানের সুন্দর পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি যে ছাদ বাগান গুলি বহুবার আমরা দেখেছি রীতিমতন সেই সমস্ত ছাদ বাগান গুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি একটি ছাদ বারে বারে দেখিয়ে এটাই প্রমাণ করতে চাইছি যে সারা বছর ধরে তারা কত সুন্দর ফল ও সবজি আপনাদের সামনে ফোটাচ্ছে।
সাথে সুন্দর বাগান করতে হলে আপনাদের দরকার ভালো গাছের গাছের সুন্দর পরিচর্যা ও কিভাবে মাটি তৈরি করবেন কি খাবার দেবেন এই নিয়েই নিত্যদিন চলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়ার কাজ এবং সেই ভিডিও দেখে বহু মানুষ উপকৃত। তাই আপনিও যদি এই চ্যানেল রীতি মতন ফলো করেন তাহলে ভালো বাগান করা আপনার পক্ষেও সম্ভব হবে। তাই রোজ দুপুর একটায় একটি করে নতুন ভিডিও আসে, শুধুমাত্র ফলো করুন আর কিছু না।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: