চিকেন সিঙ্গারা রেসিপি। খেতে দারুন হয়েছে। # viral
Автор: Mustakim ar Ammu.18
Загружено: 2025-12-01
Просмотров: 31
চিকেন সিঙ্গারা রেসিপি। খেতে দারুন হয়েছে। 🍁🍀🪴
খুব সহজে বানাতে পারবেন।স্বাদে অতুলনীয় হয়েছে।পারফেক্ট সিঙ্গারার মত এর স্বাদ।বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তাই তৈরি করে নিতে পারেন। #cooking #singararecipe#bangali recipe এই মজাদার নাস্তা একবার বানিয়ে দেখবেন।
উপকরণ:
আটা বা ময়দা
চিকেন
তেল
কালোজিরা
লবন
পেয়াজ
আদা ও রসুন বাটা
জিরাগুঁড়া
মরিচ ও হলুদগুড়া
পানি
প্রস্তুতি প্রণালী :
ময়দা সাথে লবন ও গরম তেল দিয়ে মেখে ঝরঝরা করে নিয়েছি। নরমাল পানি দিয়ে ডো তৈরি করে নিয়েছি।ডো ভিজা কাপড়ের টুকরো দিয়ে ঢেকে রেখেছি।
আলু ও চিকেনগুলো ছোট টুকরো করে নিয়েছি। রান্না করে নিয়েছি।
ছোট রুটির মত বেলে নিয়েছি।মাঝে কেটে দুই টুকরো করে
নিয়েছি। এক টুকরো দিয়ে সিঙ্গারা তৈরি করে নিচ্ছি।
তেল হাল্কা গরম হলে সিঙ্গারা দিয়ে ভেজে নিয়েছি। লালচা হলে উঠিয়ে নিয়েছি।
#cooking #singararecipe
#chikensingara#tastyrecipe
#bangalirecipe#yummyrecipe
ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: