O maiya ko tui || Lyric&Tune by Khalil Mahmud || AI Cover : Sonaru || Audio Version-3
Автор: Sonabeej
Загружено: 2025-06-20
Просмотров: 167
#lovesong #sadsong #aicontent #aicontentcreation #aicover #aivideo #melodiousvoice #modernsong #unfrezzmyaccount #unfreezmyaccount #unfreezmyaccout #banglasong #sona #sonabeejsongs #khalilmahmudsongs
কথা, সুর ও মূল কণ্ঠ : খলিল মাহ্মুদ
এ-আই কভার : সোনারু
বিস্তারিত তথ্য ভিডিও’র ভিতরে দেয়া আছে
***
প্রিয় বন্ধুরা,
আমি খলিল মাহ্মুদ/সোনাবীজ আপনাদের সবাইকে আমার Sonabeej চ্যানেলে স্বাগত জানাচ্ছি| এ গানটা শোনার জন্য অজস্র ধন্যবাদ। Sonabej চ্যানেলের গান আপনাদের ভালো লাগলে গানগুলো ‘লাইক’ ও ‘শেয়ার’ করে চ্যানেলের সাথেই থাকুন।
**
বন্ধুরা, আমি নিজেও গান লিখছি ও সুর করছি; তবে আমি কোনো কণ্ঠশিল্পী নই, শুধু সুরগুলো ধরে রাখার জন্যই আমার নিজের কণ্ঠে গেয়ে এগুলো ইউটিউবে শেয়ার করছি। সাম্প্রতিক সময়ে এ-আই দিয়ে আমার নিজের লেখা ও সুরে বিশেষ পদ্ধতিতে 'কভার সং' তৈরি করছি, যা প্রচলিত পদ্ধতি থেকে ভিন্নতর। আমার এসব লিরিক ও সুরগুলো মেলোডিয়াস, মৌলিক, বৈচিত্র্যময় ও আকর্ষণীয় কিনা, এ ব্যাপারে আপনাদের কোনো মতামত ও পরামর্শ থাকলে দয়া করে আমার উপকার ও উন্নতির জন্য তা জানাবেন।
এ চ্যানেলটি হলো আমার প্রিয় গানের সংগ্রহশালা; কালজয়ী ও জনপ্রিয় এবং আমার নিজের লেখা ও সুর করা গানগুলো দিয়ে আমার এ চ্যানেলটি সাজিয়েছি। আমি আশা করি, আপনাদের প্রিয় গানগুলো আমার চ্যানেলে খুঁজে পাবেন।
আমার লেখা ও সুর করা গানগুলো ‘লাইক’ ও ‘শেয়ার’ করে আমাকে উৎসাহিত করার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ রাখছি।
আমার লেখা ও সুর করা কোনো গান কেউ গাইলে তার জন্য আমার অগ্রিম ধন্যবাদ ও শুভেচ্ছা থাকলো।
আমার লেখা ও সুর করা কয়েকটি গানের লিংক :
১। তুমি আমার হলে না।
• Tumi amar hole na || Lyric&Tune by Khalil ...
২। এক কাপ চা।
• Ek cup cha || Lyric&Tune by Khalil Mahmud ...
৩। তোর জন্যই বসে আছি।
• Tor jonnoi boshe achi || Lyric&Tune by Kha...
৪। হঠাৎ তাকে দেখেছিলাম আমার বালক-বেলায়।
• Hothat taake dekehchilam || Lyric&Tune by ...
৫। যদি এখনই চলে যাবে।
• Jodi ekhoni chole jabe || Lyric&Tune by Kh...
৬। সেই তুমি চলে গেছো।
• Shei tumi chole gecho || Lyric&Tune by Kha...
৭। সুরের বাসনা তুমি আমাতে জাগিয়ে তুলে।
• Surer basona || Lyric&Tune by Khalil Mahmu...
৮। তুমি কি আমায় আজও ক্ষমা করোনি?
• Tumi ki amay ajo khoma koro ni || Lyric&Tu...
৯। আমি তোমার মন পাইলাম না।
• Ami tomar mon pailam na || Lyric&Tune by K...
১০। এই মাটির দেহ মাটিই হইব।
• Ei matir deho || Lyric&Tune by Khalil Mahm...
১১। আমার মনের দুঃখ তুমি বুঝবা কেমনে?
• Amar moner dukkho tumi bujhba kemone || Ly...
১২। তুমি চলে যাবে যাও।
• Tumi chole jabe jao || Lyric&Tune by Khali...
১৩। তুমি যেতে নদীপাড়ে।
• Tumi jete nodipare ||| Lyric&Tune by Khali...
১৪। ফিরে আর পাবো না তোমায়।
• Phire ar pabo na tomay || Lyric&Tune by Kh...
১৫। জানি না তো কী লেখা আছে কপালে।
• Jani na to ki lekha ache amar kopale || Ly...
১৬। এই দেশে আর থাকবো না ভাই, যাবো দেশান্তর।
• Ei deshe ar thakbo na bhai || Lyric&Tune b...
১৭। আমি তারে খুঁজি।
• Ami tare khuji || Lyric&Tune by Khalil Mah...
১৮। আমি তাকে দেখেছিলাম, দাঁড়িয়েছিল পথের পাড়ে।
• Ami take dekhechilam || Lyric&Tune by Khal...
১৯। রাজকুমারী – ও আমার সহেলিয়া।
• Rajkumari - O amar Sohelia || Lyric, Tune ...
২০। এই যে পথের সময়ের দিকে।
• Ei je pother somoyer dike phire jodi chao ...
২১। একদিন নিবিড় সন্ধ্যায়।
• Ekdin nibiro sondhay || Lyric&Tune by Khal...
২২। এখনো নদীপাড়ে ঝড় বয়ে যায়।
• Ekhono nodi pare jhor boye jay || Lyric&Tu...
২৩। তুই যখন চলে গেলি।
• Tui jokhon chole geli || Lyric&Tune by Kha...
২৪। ও সহেলিয়া, তুমি শুধু বসে থাকো পাশে।
• O Sohelia, tumi shudhu boshe thako pashe |...
২৫। এমন একটি ছবি।
• Kobita theke gaan - Emon ekti chobi || Poe...
২৬। মনে আমার আগুন জ্বলে রে।
• Mone amar agun jole re || Lyric&Tune by Kh...
২৭। যত চাই ভুলে যেতে।
• Joto chai bhule jete || Lyric&Tune by Khal...
২৮। আজীবন ভালোবেসে তোমাকে কোনোদিনই পাব না, জানি (লিরিক্যাল)।
• Ajibon bhalobeshe || আজীবন ভালোবেসে তোমাকে...
২৯। আমি তোমার মন পেলাম না।
• Ami tomar mon pelam na || Lyric&Tune by Kh...
৩০। এই দিশেহারা মেঘ।
• Ei dishehara megh kothay choleche || Lyric...
৩১। তোমার কথা তোমার জন্য।
• Tomar kotha tomar jonno || Lyric&Tune by K...
৩২। মনে পড়ে।
• Mone pore - jokhon brishti naame nijhum du...
৩৩। তুই থাকলে আমি থাকি।
• Tui thakle ami thaki || Lyric&Tune by Khal...
৩৪। আমার দিনগুলি আর ফিরবে নারে।
• Amar dinguli ar phirbe nare || Lyric&Tune ...
--
সব শিল্পীর কণ্ঠে সব গানই সমান মাধুর্যময় হয় না। যে গানটি কোনো এক শিল্পীর কণ্ঠে আমার সবচাইতে বেশি ভালো লাগে, আমি সাথে সাথে সেটা নিজের সংগ্রহে নিয়ে নিই। এখানে উল্লেখ্য যে, যে-সব গানের একাধিক ভার্সন পাওয়া যায়, সেগুলোর মধ্য থেকে আমি সাধারণত সেরা ভার্সনটাই আমার সংগ্রহে রাখি; একাধিক উন্নত মানের ভার্সন হলে সবগুলোই আমার সংগ্রহে রেখে দিই। যে-সব গানের অডিওতে ত্রুটি রয়েছে, সেগুলো সংশোধন করার চেষ্টা করি।
সংগৃহীত এসব গানের সর্বস্বত্ব ও কৃতিত্ব এগুলোর মূল নির্মাতাদের কাছেই গচ্ছিত ও সংরক্ষিত।
গানগুলোকে আকর্ষণীয় করা এবং ভিজুয়ালাইজেশনের মাধ্যমে একটা গল্প দাঁড় করানোর উদ্দেশ্যে এসব গানে স্টিল পিকচার ও ভিডিও ব্যবহার করা হয়েছে। কিছু ছবি ইন্টারনেট থেকে নেয়া, কিছু ছবি আমার ফেইসবুক ফ্রেন্ড ও বন্ধুবান্ধবদের কাছ থেকে নেয়া; কিছু ছবি ও ভিডিও আমার নিজের ক্যামেরায় তোলা, কিছু ছবি ও ভিডিও এ-আই দিয়ে জেনারেট করা হয়েছে। কিছু কিছু ভিডিওর জন্য কালজয়ী ও জনপ্রিয় ছায়াছবির ভিডিও ফুটেজ বা স্ক্রিনশট ব্যবহার করেছি।
আমার লেখা ও সুর করা গান কেউ কারাওকের মাধ্যমে গাইতে চাইলে প্লিজ farihanmahmud@gmail.com ই-মেইলে যোগাযোগ করুন।
সবার প্রতি আবারও শুভেচ্ছা থাকলো।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: