Combined Banks || Post:senior Officer(SO) || Written Math Solution ||Job ID:10220 |Date: 24/12/2025
Автор: By Math
Загружено: 2025-12-24
Просмотров: 99
Combined Banks(8Banks & 2 FI's)
Post:Senior Officer Written Math Solution
Job ID:10220
Date:24/12/2025
৫. ক) একতা এক্সপ্রেস সকাল ৯ টায় স্টেশন ছেড়ে যায় এবং ২ (দুই) ঘন্টা পরে একই স্টেশন থেকে উপবন এক্সপ্রেস সমান্তরাল রেললাইন দিয়ে একই দিকে যাত্রা করল। যদি একতার গড় গতিবেগ প্রতি ঘণ্টায় ৬০ কিমি এবং উপবনের গড় গতিবেগ ঘণ্টায় ৭৫ কিমি হয় তাহলে বেলা কত ঘটিকায় উপবন এক্সপ্রেস একতা এক্সপ্রেস কে অতিক্রম করবে?
৫. খ) একটি নির্দিষ্ট পরিমান টাকা কিছু লোকের মধ্যে এমনভাবে ভাগ করে দেয়া হয়েছিল যে, যদি ৪ জন লোক বেশী হতো তাহলে প্রত্যেকেই ১৬ টাকা কম পেত। কিন্তু যদি ৪ জন লোক কম হতো তাহলে প্রত্যেকেই ২৪ টাকা বেশী পেত। উক্ত দলের মধ্যে লোকের সংখ্যা কত ছিল?
৫. গ) একজন বিক্রয় প্রতিনিধির মাসিক বেতন ৫০০০ টাকা। ৬০,০০০ বেশী বিক্রয়ের উপর সে ৮% কমিশন এবং ৬০,০০০ টাকার কম বিক্রয়ের জন্য ৫% কমিশন লাভ করে। অধিকন্তু, যদি তার মাসিক বিক্রয় ১,০০,০০০ টাকা অতিক্রম করে, তবে সে ১,০০০ টাকা বোনাস পায়। যদি কোন মাসে তার মোট আয় ১০,৪০০ টাকা হয়, তাহলে তার মোট বিক্রয় কত টাকা ছিল?
৫. ঘ) একটি ঝুড়িতে ৪টি লাল, ৫টি নীল এবং ৩টি সবুজ বল রয়েছে। প্রতিস্থাপন ছাড়া একের পর এক দুটি বল তোলা হলো। তোলা দুটি বল ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা নির্ণয় করো।
৫. ঙ) একটি আয়তক্ষেত্রের পরিধি ৬৬ সেমি। এর দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণের চেয়ে ৬ সেমি বেশি। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করো।
#seniorofficer2025
#combinedbankSOwritten2025
#SOwrittenmathjobID10220
#SO10220writtenmath
#SOwrittenmath2025
#SOmath2025
#SeniorOfficermathID10220
Don’t forget to hit the notification bell 🔔 so you never miss an update!
HM Monirul Islam( Moni)
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: