#mera_khwaja_mera_pir
Автор: islah
Загружено: 2025-03-11
Просмотров: 16315
জাদুয়ে বাঙ্গাল #mera khwaja mera peer
-------------
کیسی ظالم ہے تقریر کیسی ظاہر ہے تحریر
یہ ہے نالۂ شب گیر یہ ہے آہوں کی تاثیر
سب کو مارے ہے بے تیر میرا خواجه میرا پیر
কেমন কঠোর (শাইখের ইসলাহী সেসব) কথা, কত সুস্পষ্ট তার মননশীল লেখনী।
এ যেন শেষ রজনীর (হৃদয়পোড়া) অশ্রুবিন্দু, এ যেন তার (ব্যথিত হৃদয়ের) দীর্ঘশ্বাসের প্রভাব।
তীর ছাড়াই সবাইকে অস্তিত্বহীন করে দেন, তিনি আমার খাজা, আমার প্রিয়তম পীর।
لایا سینے میں وہ دل دل ہے درد کا حامل
درد دل ہے درد دل اس کو مت کہہ آب و گل
تو بھی جا کے اس سے مل دیکھو کیسا ہے بسمل
তিনি আমার বুকে তৈরি করেছেন এমন এক হৃদয়, যে হৃদয় (মাওলা প্রেমের) ব্যথার বাহক,
এ হৃদয় শুধুই (মাওলা প্রেমের) ব্যথার বাহক। এই ব্যথা ভরা হৃদয়কে কাঁদামাটি বলে অপমান করোনা।
হে আমার হৃদয়! তুমিও তার সাথে মিশে যাও, দেখো (মাওলা প্রেমে) সেটা কেমন বিধ্বস্ত হয়ে আছে!
اس کا عشق معتبر اس کی آہوں میں اثر
بجلی گرتی ہے دل پر جب وہ ڈالے ہے نظر
یہ ہے برق یا شرر یہ ہے بات پُر اثر
তার ভালোবাসা পবিত্র, তার হৃদয়ের আহাজারিতে মিশে আছে এক অপরিসীম শক্তি।
তিনি যখন আমার দিকে তাকান তখন এক পলকেই আমার হৃদয়ে বজ্রপাত হয়। এটা কি বজ্রপাত, নাকি জ্বলন্ত অগ্নিশিখা? এ যেন হৃদয়ে গভীর প্রভাব সৃষ্টিকারী কথা।
سب کو خالق سے آگاہ اس نے کر دیا ناگاہ
کرتا ہے وہ آہ آہ میرا خواجہ میرا شاہ
হঠাৎ করেই (শাইখ) সবার হৃদয়ে জ্বেলে দিলেন স্রষ্টার পরিচয়ের আলো,
তার প্রতিটি দীর্ঘশ্বাসে ভেসে আসে এক আক্ষেপের সুর—"আহ্, আহ্!"—
তিনি আমার খাজা, আমার প্রিয়তম বাদশাহ!
ہے سراپا یا الله چلتی پھرتی خانقاه
کیسی شیریں ہے گفتار کیسی مست ہے رفتار
سارا شہر ہے بیمار اس کے درد کا اے یار
میرا خواجه ہے ابرار ہے وہ حامل اسرار
হে আল্লাহ! তিনি যেন চলমান জীবন্ত এক খানকাহ,
কত মধুময় তার বাণী, কত মনমুগ্ধকর তার চলাফেরা!
হে প্রিয় বন্ধু! সারা শহরের মানুষ তার ভালোবাসার বিরহ ব্যথায় আক্রান্ত!
তিনি আমার প্রিয়তম মানুষ। তিনি পূণ্যময়, আল্লাহ তাআলার প্রিয় পাত্র, তিনি রহস্যের ধারক-বাহক!
جام و مینا و سبو اس کا میکدہ ہو
ہر دم حق کی جستجو جو بہ جو، کو بہ کو
دیکھو ہر طرف ہر سو اس کا حق اس کا ہو
পেয়ালা, মদ, পানশালা— তার আঙিনায় সবাই তৃষ্ণার্ত,
তিনি যেখানেই যান, যেখানেই থাকেন না কেন, সবসময় সত্যের সন্ধানে লেগে থাকেন!
দেখো, চারদিকে ছড়িয়ে আছে তারই ইসলাহী দিকনির্দেশনা ও করুণা।
اس کا جام ہے لبریز اس کا شہر ہے تبریز
میرا ساقیا بر خیر گئے معرفت بر ریز
میرا درد با انگیز میرا شمس دیں تبریز
তার ইশকের পেয়ালা পরিপূর্ণ, তার বরকতময় শহর তাবরিজ জ্ঞানের আলোয় উদ্ভাসিত,
হে আমার প্রেমের শরাব পরিবেশনকারী, ঢেলে দাও মাওলা প্রেম ও মারেফাতের অমৃত!
জাগিয়ে তোলো আমার হৃদয় গভীরে মাওলা প্রেমের বিরহ ব্যথা,
হে আমার শামসুদ্দীন তাবরিজ!
تھا جو خار ہے گلریز ملا ہے زاہد سے ریز
زمین سخت شر انگیز تیری صحبت ہے زرخیز
پلا دے جام سے تیز رومی آیا ہے تبریز
যে ছিল কাঁটা, সে আজ রঙিন ফুলের বাগান।
দুনিয়াবিমুখের সংস্পর্শে সে আজ বালুকাময় প্রান্তরে পরিণত হয়েছে।
যে ছিল বন্ধ্যা, সে আজ হয়েছে উর্বর ভূমি।
তোমার সান্নিধ্যে নিষ্প্রাণ মাটিও পায় নবজীবন!
দ্রুত আমাকে সেই প্রেমের পাত্র থেকে পান করাও।
রুমি (সেই প্রেমের শরাবের খোঁজে) তাবরিজে এসেছে।
تجھ سے میری ہے فریاد میرے دل کو کر دے شاد تیرے بن دل ناشاد کیسے ہو اللہ آباد
হে প্রিয়! তোমার কাছে আমার একটাই আবদার।
আমার হৃদয়কে শান্তি আর আনন্দে পরিপূর্ণ করে দাও।
তোমাকে ছাড়া এ হৃদয় নিঃস্ব, শূন্য।
তোমার সংস্পর্শ ছাড়া কিভাবে এই হৃদয় আল্লাহপ্রেমে আবাদ হবে?
হযরত মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ সাহেব দামাত বারকাতাহুম।
প্রিন্সিপাল মাদ্রাসা মারকাযুল ইহসান ঢাকা।
খতিব বাইতুল আমান স্টিমার ঘাট জামে মসজিদ, বাদামতলি ঢাকা।
খলিফা পীর সাহেব ঢালকানগর ঢাকা।
হযরত মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ সাহেব হুজুরের বিগত দিনের সকল বয়ান গুলো পেতে টেলিগ্রাম গ্রুপে জয়েন হোন।
https://t.me/eslahiboyanbd
ফেসবুকে হুজুরের বয়ান নিয়মিত লাইভে পেতে / eslahiboyanbd
যে কোন বিষয় পরামর্শ ও যোগাযোগের জন্য +8801314803334
► সুন্দর এই বয়ান টি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ভিডিওতে লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন জাযাকাল্লাহ খাইরান ।
#mera khwaja #mera pir #میرا خواجہ میرا پیر
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: