কিশোরপুর ওসমানী বেইজ একাডেমি
Автор: KOBA (Kishorpur Osmani Base Academy)
Загружено: 2025-12-06
Просмотров: 8
"হে প্রভু, আমার জ্ঞান বৃদ্ধি করুন।"- আল কুরআন
"মহান আল্লাহ তায়ালা যার মঙ্গল চান তাকে দ্বীনি জ্ঞান দান করেন।"- আল হাদিস
জ্ঞানী যাঁরা! তাঁরাই সেরা!
আলোকিত মানুষ গড়ার নিমিত্তে,
লক্ষ্য এবার থাকবেই ভিত্তিতে!
ভিত্তি যদি ভালো হয়,
কোনো বাধাই বাধা নয়!
ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!!
আরবি ও জেনারেল শিক্ষার অপূর্ব সমন্বয়ে পরিচালিত-
কিশোরপুর ওসমানী বেইজ একাডেমি
প্রি-ক্যাডেট ও মডেল মাদ্রাসা এ ২০২৬ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ হতে ৫ম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি চলছে।
ভর্তি ফরম সংগ্রহ জমাদান: ১ ডিসেম্বর হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
ক্লাস শুরু: ১০ জানুয়ারি
"সন্তান আপনার, নৈতিকতাসম্পন্ন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা আমাদের।"
*** প্রতিষ্ঠানটির বৈশিষ্ট্য:
🌿 মহান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন ও মহানবী স. এর আদর্শ অনুসরণে মাসনুন তরিকায় শিক্ষার্থীদের খাঁটি মুমিন মুসলমান তৈরির অব্যাহত প্রচেষ্টা।
🌿 প্লে গ্রুপ হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান ও পর্যায়ক্রমে অষ্টম শ্রেণিতে উন্নীতকরণ।
🌿 প্রশস্ত খেলার মাঠ ও নিজস্ব ভবনে পূর্ণ সময় ব্যাপী পাঠদান।
🌿 সকল শিক্ষার্থীর নূরানী ও নাজেরা সম্পন্ন বাধ্যতামূলক।
🌿 আরবি, বাংলা ও ইংরেজি এর মাধ্যমে উক্ত ভাষায় কথোপকথনে যোগ্য করে গড়ে তোলা।
🌿 আরবী ভাষা শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি, (আরবি , বাংলা ও ইংরেজি একক ব্যাকরণ) গণিত, বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় সহ প্রাথমিক স্তরের সব বিষয়ে সমান দক্ষতা নিশ্চিতকরণ।
🌿 শিক্ষা বোর্ড নির্ধারিত শ্রেণিভিত্তিক পাঠ্য বই সমূহ পড়ানোর পাশাপাশি সাপ্তাহিক সহশিক্ষাক্রমিক কার্যক্রমের অংশ হিসেবে আল কুরআন তেলাওয়াত, হাম-নাত, ইসলামী গজল, উপস্থিত বক্তৃতা, সাধারণ জ্ঞান, বিতর্ক প্রতিযোগিতা ও কম্পিউটার শিক্ষা ইত্যাদি বিষয়ে দক্ষ করে গড়ে তোলা।
🌿 শতভাগ প্রাইভেট মুক্ত ও ক্লাসের পড়া ক্লাসেই সম্পন্ন করা।
🌿 দুর্বল শিক্ষার্থীদের বিশেষ তত্ত্বাবধানে দক্ষ করে গড়ে তোলা।
🌿 গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সুবিধে প্রদান।
🌿 সেমিস্টার পদ্ধতিতে পাঠদান।
🌿 সুন্দর হাতের লেখা ও অঙ্কনের বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান।
🌿 অ্যাসোসিয়েশন বৃত্তি ও পাবলিক বৃত্তি (পঞ্চম ও অষ্টম শ্রেণি) বিশেষ কোচিং এর ব্যবস্থা।
🌿 শিক্ষার্থীদের উন্নত আচার-আচরণ ও উন্নত নৈতিক চরিত্র গঠন নিশ্চিতকরণে আমরা বদ্ধপরিকর।
🌿 শিক্ষার্থীদের দুনিয়া ও পরকালীন উভয় জীবন সাফল্যমন্ডিত হোক, সেটিই আমাদের লক্ষ্য।
🌿 তথ্যপ্রযুক্তির বিষয়ে দক্ষ করে গড়ে তোলা ও শারীরিক কসরতের জন্য বৈধ প্রক্রিয়ায় খেলাধুলা ও চিত্ত বিনোদনের সুব্যবস্থা।
বিশেষ দ্রষ্টব্য: বয়স্ক পুরুষ ও মহিলাদের আলাদা সময়ে সহি শুদ্ধভাবে মাসনুন দোয়া কালাম মুখস্থ সহ আল কোরআন তেলাওয়াত শিক্ষার সুব্যবস্থা।
আরো জানতে যোগাযোগ করুন:
মো. নুরুন্নবী আযাদ আবু (N Azad Abu)
প্রতিষ্ঠাতা পরিচালক,
কিশোরপুর ওসমানী বেইজ একাডেমি প্রি-ক্যাডেট ও মডেল মাদ্রাসা
কিশোরপুর হাইস্কুল সংলগ্ন, রাস্তার পূর্ব পার্শ্বে, থেতরাই, উলিপুর, কুড়িগ্রাম।
মোবাইল নাম্বার: ০১৭২৪ ৬৭ ২৭ ৮৭
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: