পাইলস, ফিসার, ফিস্টুলা অপারেশন পরবর্তী করনীয়। কি করবেন কি করবেন না। Instructions after piles surgery
Автор: Dr. Md. Ashek Mahmud Ferdaus
Загружено: 2024-06-06
Просмотров: 75071
ডাঃ মোঃ আশেক মাহমুদ ফেরদাউস
তিনি একজন বিশেষজ্ঞ কলোরেক্টাল, ল্যাপারোস্কোপিক কলোরেক্টাল, ও লেজার কলোরেক্টাল (বৃহদান্ত্র, মলদ্বার ও পায়ুপথ সার্জারী) সার্জন। তিনি পহেলা ডিসেম্বর ১৯৮১ সালে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার পশ্চিম চণ্ডীমন্ডপ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৭ সালে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এস এস সি পাস করেন, এবং ১৯৯৯ সালে ঢাকা নটরডেম কলেজ থেকে এইস এস সি পাস করেন। পরবর্তীতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হন এবং মাইগ্রেট কারে ময়মনসিংহ মেডিকেল কলেজ চলে আসেন। এখান থেকে ২০০৫ সালে এম বি বি এস পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ২০০৮ সালে সরকারী চাকুরীতে যোগদান করেন এবং ২০১৫ সালে প্রথমবারেই সার্জারীতে এফ সি পি এস ডিগ্রী সম্পন্ন করেন এবং ২০১৭ সালে ইন্টারন্যাশনাল সোসাইটি অব কলোপ্রক্টোলজীর ফেলোশিপ অর্জন করেন। তিনি ২০১৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে কলোরেক্টাল সার্জারীতে সর্বোচ্চ ডিগ্রী এম এস (মাস্টার্স অফ সার্জারী) সম্পন্ন করেন। তিনি ইন্ডিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুর সহ অনেক দেশে কলোরেক্টাল সার্জারীর বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণ করেন এবং বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহন করেন। তিনি বাংলাদেশ সোসাইটি অফ কোলন এন্ড রেক্টালসার্জনস এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অব কলোপ্রক্টোলজী (ইন্ডিয়া) এর আজীবন সদস্য। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ সহকারী অধ্যাপক (কলোরেক্টাল সার্জারী) হিসাবে কর্মরত আছেন।
চেম্বার: নেক্সাস হাসপাতাল
২৯, সেহড়া ঢাকা রোড (গার্লস ক্যাডেট কলেজের বিপরীত পার্শ্বে) ময়মনসিংহ-২২০০।
প্রতি রবি, বুধ ও বৃহস্পতিবার বিকাল ৩:০০টা থেকে রাত ৯:০০টা পর্যন্ত।
চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ,
রুম নং-৬০১ (নতুন বিল্ডিং-এর ষষ্ঠ তলা)
২৫২/১, চরপাড়া, ময়মনসিংহ ।
প্রতি সোমবার
বিকাল ৩:০০টা থেকে রাত ৯:০০টা পর্যন্ত।
মোবাইল: ০১৭৯৬-৫৮৬৫৬১, ০১৭৯৬-৫৮৬৫৬২
সিরিয়ালের জন্যঃ ০৯৬-১৩৭৮৭৮১৪
#piles #doctor #surgeryrecovery #healthtips #health #ফিসার #ফিস্টুলা #bdnews #lifestyle
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: