Obohela(অবহেলা) - DXL & DZL (Official Lyric Video)
Автор: Dark Hole
Загружено: 16 янв. 2023 г.
Просмотров: 49 просмотров
Obohela(অবহেলা) by DXL & DZL
#অবহেলা গানটি #DXL এর লিখিত ও সুর এবং #DZL এর music তৈরি করা।
Like, share and subscribe.
lyric:
Girl you know how much I care for you
Still why you act so distance
এত দূরে থাক কেন?
আমার এই হৃদয় জুড়ে,
দিন ও রাত সর্বক্ষনে,
ভোর হলে যখন ঘুম ভাঙ্গে
তোমার কথা শুধু মনে পরে।
যখন তোমার কাছে আসি
ইচ্ছে করে তোমার হাতটি ধরি
যখন দেখি তোমার মুখের হাসি
তোমায় আমি বড় ভালবাসি
-
অবুঝ এ পাখি কথা শোনা নাত ডাকি
মনের ভিতরে অনেক কথা বলার বাকি
চাই তোমায় আমার কাছা কাছি
ভোর হলে তোমার ছবি মনে আকি
সাদা কাল এই স্বপ্নগুল,
ভেঙে জায় এক নিমিষেই
তোমার অবহেলায়,
-
কত স্বপ্ন তোমায় নিয়ে গড়া
কতটা পথ তোমার জন্য যাওয়া
বিশ্বাস যদি আমায় নাই কর
হৃদয়ে আঘাত পাব যে বড়
বিস্তর এ পৃথিবীতে তুমি একা
চাই তোমায় শুধু আমার একার
তুমি ছাড়া লাগেনা যে ভাল
কিছুটা সময় থাক না আরো?
--

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: