গাজীপুর মাটিতে আব্দুল্লাহ আল আমিন হুজুরের ঐতিহাসিক আলোচনা| আল্লাহর জন্য কাঁদলে বান্দার শ্রেষ্ঠ উপহার
Автор: Rupam Media 24
Загружено: 2026-01-16
Просмотров: 629
গাজীপুর মাটিতে আব্দুল্লাহ আল আমিন হুজুরের ঐতিহাসিক আলোচনা | আল্লাহর জন্য কাঁদলে বান্দার শ্রেষ্ঠ উপহার | Rupam Media 24
-----------------------------------------
আল্লাহর জন্য কাঁদা—এটাই বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর ও শ্রেষ্ঠ উপহার। যখন বান্দা নিজের গুনাহ স্মরণ করে, আল্লাহর ভয় ও ভালোবাসায় চোখের পানি ফেলে, তখন সেই অশ্রু আল্লাহর কাছে অমূল্য হয়ে যায়। হাদীসে এসেছে—যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে, সে চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহর জন্য কাঁদা মানে দুর্বলতা নয়; বরং এটি ঈমানের শক্ত প্রমাণ। নীরবে পড়ে যাওয়া এক ফোঁটা অশ্রু আল্লাহর রহমত টেনে আনে, গুনাহ মাফের কারণ হয় এবং বান্দাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়। যে হৃদয় আল্লাহর স্মরণে কাঁদে, সেই হৃদয় কখনো খালি ফেরে না। আল্লাহ আমাদের সবাইকে তাঁর ভয়ে ও ভালোবাসায় কাঁদার তাওফিক দান করুন। আমিন।
------------------------
মাওলানা আব্দুল্লাহ আল আমিন, আব্দুল্লাহ আল আমিন ওয়াজ, মাওলানা আব্দুল্লাহ আল আমিন ঢাকা,
মাওলানা আব্দুল্লাহ আল আমিন ওয়াজ, মাওলানা আব্দুল্লাহ আল আমিন নতুন ওয়াজ, আব্দুল্লাহ আল আমিন নতুন ওয়াজ,
আব্দুল্লাহ আল আমিন নতুন ওয়াজ ২০২৫, আব্দুল্লাহ আল আমিন নতুন ওয়াজ ২০২৬, আব্দুল্লাহ আল আমিনের ওয়াজ,
মাও. আব্দুল্লাহ আল আমিন, মাওঃ আব্দুল্লাহ আল আমিন,
আল্লামা আব্দুল্লাহ আল আমিন, আব্দুল্লাহ আল আমিন,
হযরত ওমর (রাঃ) এর শাসন আবদুল্লাহ আল আমিন,
আব্দুল্লাহ আল আমিন তেলাওয়াত, আব্দুল্লাহ আল আমিন কান্নার ওয়াজ
----------------------------------------------
#গাজীপুর_মাটিতে_আব্দুল্লাহ_আল_আমিন_হুজুরের_ঐতিহাসিক আলোচনা
#আল্লাহর_জন্য_কাঁদলে_বান্দার_শ্রেষ্ঠ_উপহার
#আব্দুল্লাহ_আল_আমিন_নতুন_ওয়াজ
#Rupam_Media_24
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: