তাকালুম সার্টিফিকেট কিভাবে নিবো|লোড আনলোড পেশা পরিক্ষা কি কি প্রশ্ন করবে|Takamul load unload Test
Автор: Tareq im tv
Загружено: 2025-06-25
Просмотров: 61220
লোড আনলোড পেশায় পরিক্ষাতে যা যা আসতে পারে?
১/মাল তোলা ও নামানো
সঠিকভাবে মাল কাঁধে বা হাতে তোলার। পদ্ধতি দেখাতে হবে।
*ভুলভাবে মাল ধরলে বা ঝুঁকে উঠালে আপনাকে ফেল করা হতে পারে।
*মাল নামানোর সময় ভারসাম্য রাখবেন কি না,
তাও দেখা হয়।
২/সেফটি গিয়ার (safety equipment)
সেফটি হেলমেট গ্লাভস জুতা পরে আসতে হবে।
এগুলো না পরলে আপনি টেস্টে অংশ নিতে পারবেন না।
পরীক্ষক জিগ্যেস করতে পারে হেলমেট কেন লাগে? বা গ্লাভস কখন ব্যবহার করবেন?
৩/ যন্ত্রপাতি চেনা ও ব্যবহার
Hand trolley, rope, pallet jack এইসব চিনেন কি না জিগ্যেস করতে পারে।
তারা আরো জিগ্যেস করতে পারে
👉এই মাল আপনি কোন যন্ত্রের সাহায্যে নিয়ে যাবেন
👉ট্রলি নিয়ে কিভাবে ভারসাম্য রক্ষা করবেন?
৪/ মৌখিক প্রশ্ন করবে
আপনি কত কেজি মাল তুলতে পরেন?
আপনি কতদিন এই পেশায় কাজ করেছেন?
মাল উঠানোর সময় কোন নিয়ম মেনে চলেন?
৫/ পরীক্ষার সময় ও নিয়ম
সাধারণত ১০/২০ মিনিটের মধ্যে শেষ হয়
প্রথমে কিছু মৌখিক প্রশ্ন করে
এরপর হাতে কলমে কাজ করে দেখাতে হয়
যেমন মাল ট্রলিতে তোলা এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া মাল সরানো ইত্যাদি
নির্দিষ্ট একজন আপনার পরীক্ষা দেখবেন এবং রিপোর্ট দিবে
৫/ পাশ করার কিছু পরামর্শ
✅হেলমেট, গ্লাভস, জুতা সবকিছু পরে জাবেন।
✅মাল তোলার সময় কোমর সোজা রাখুন হাঁটু ভাঁজ করে করুন।
✅পরীক্ষকের কথা বুঝতে না পারলে বলুন please Repeat
✅উঁচু গলায় শব্দ করে উত্তর দিবেন
✅ভিডিওটি বারবার দেখে প্রাকটিস করুন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: