MAHAKALI।Hung Hung Kare।Essence Of Music।Dance Cover By : Payel Deb। Neha Deb
Автор: Essence of Music
Загружено: 2024-10-30
Просмотров: 414
#maakali #mahakali #bengalivideo #dance #dasamahavidhya #vfx #maakalimakeup #makeuplook #viralvideo #classicalmusic #tandav #mahakali #mahakal #kalipuja2024 #dewali @essenceofmusic3096
Kali : Payel Deb
Make-up: Neha Deb
Editing: Neha Deb
Choreography by Payel Deb
হুঁং হুঁং-কারে শবারুঢ়ে নীল নীরজ লোচনে।
ত্রৈলোক্যৈকমুখে দিব্যে কালিকায়ৈ নমোহস্তুতে।।
প্রত্যালীঢ়পদে ঘোরে মুণ্ডমালা প্রলম্বিতে।
খর্ব্বে লম্বোদরে ভীমে কালিকায়ৈ নমোহস্তুতে।।
নবযৌবনসম্পন্নে গজকুম্ভোপদ্মস্তনি।
বাগীশ্বরী শিবে শান্তে কালিকায়ৈ নমোহস্তুতে।।
ললজিহ্বে দুরারোহে নেত্রত্রয়বিভুষিতে।
ঘোরহাস্যোকরে দেবী কালিকায়ৈ নমোহস্তুতে।।
ব্যাঘ্রচর্ম্মাম্বরধরে খড়্গকর্ত্তৃধরে করে।
কপালেন্দীবরে বামে কালিকায়ৈ নমোহস্তুতে।।
নীলোৎপলজটাভারে সিন্দুরেন্দুমুখোদরে।
স্ফারবক্ত্রোষ্টদশনে কালিকায়ৈ নমোহস্তুতে।।
প্রলয়ানলধুম্রাভে চন্দ্রসুর্য্যাগ্নিলোচনে।
শৈলাবাসে শুভেমাতঃ কালিকায়ৈ নমোহস্তুতে।।
ব্রহ্মনোক্তজলৌঘে তু শবমধ্যে প্রসংস্থিতে।
প্রেতকোটি সমাযুক্তাং কালিকায়ৈ নমোহস্তুতে।।
কৃপাময়ি হরেমাতঃ সর্ব্বাশা পরিপুরিতে।
বরদে ভোগদে মোক্ষে কালিকায়ৈ নমোহস্তুতে।।
ইত্যেতৎ কালিকাস্তোত্রং যষ পঠেদ্ ভক্তিসংযুতঃ।
কৃতকৃত্যো ভবেন্মন্ত্রী নাত্র কার্য্যা বিচারণা।।
।।ইত্যুত্তরতন্ত্রে শ্রীকালিকা স্তোত্রং সম্পুর্ণম।।
হর হর মহাদেব
★বঙ্গানুবাদঃ-★
****************
যিনি হুং হুং শব্দ করেন,সবারুঢ়া। নীল পদ্মের মতন যার নয়ন। ত্রিভুবন যার একমুখ।সেই দিব্য দেবী কালীকাকে নমস্কার করি।
যার বামপদ সম্মুখে প্রসারিত। দক্ষিণ পদ পশ্চাতে। ঘোরা মুন্ডমালা গলায় লম্বিত।খর্বা, লম্বোদরি,ভীমা সেই কালীকাকে নমস্কার করি।
নবযৌবন সম্পর্ণা গজকুম্ভ সদৃশ্য স্তনবিশিষ্টা। বাগীশ্বরী শিবা শান্তা সেই কালীকাকে নমস্কার করি।
যার জিহ্বা বাইরে দীর্ঘ লম্বিত। হরের আলোক সরুপিণী। ত্রিনেত্রা ঘোর হাস্যকারিণী সেই কালীকা দেবীকে নমস্কার করি।
ব্যার্ঘ্রের চর্ম্ম রুপ বস্ত্রধারিণী। খড়গকর্ত্তী হস্তে ধারন কারিণী। বামহস্তদ্বয়ে কপাল ও পদ্ম ধারিণী সেই কালীকাকে নমস্কার করি।
নীল পদ্মের মতো জটাভার জ্যোতি। সিন্দুর বর্ণের চন্দ্রের মতো সুন্দর মুখ। শ্রী জ্যোতি মুখ ওষ্ঠ ও দন্ত যাতে স্ফুরিত হচ্ছে সেই রুপ কালী তোমাকে নমস্কার করি।
প্রলয়াবীর ধূমের মতো কান্তিবিশিষ্ঠা। চন্দ্র সূর্য্য ও অগ্নি সদৃশ ত্রিনেত্র যুক্তা। শৈলবাসিনী হে মাতা শুভ কালীকে তোমাকে নমস্কার করি।
ব্রহ্মা ও শম্ভু যার কাছে জলের প্রবাহের মতো সেই শব মধ্যে দন্ডায়মানা কোটি কোটি প্রেত সমন্বিতা কালীকে তোমায় নসস্কার করি।
হে কৃপাময়ী হরে সকল আশার পরিপূরণ কারিণী বরদা ভোগদা মোক্ষ দায়িণী মাতা কালীকা দেবী তোমাকে নসস্কার।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: