কেন চেয়ে আছ গো মা – দেবব্রত বিশ্বাস – ১১৩-তম জন্মদিনের প্রণাম (২৩শে আগস্ট, ২০২৪)
Автор: jghosh64 @ Debabrata Biswas
Загружено: 2024-08-23
Просмотров: 3287
আজ ২৩শে অগাস্ট, ২০২৪ দেবব্রত বিশ্বাসের ১১৩তম জন্মদিবস। মন নানা কারণেই ভারাক্রান্ত। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ জুড়ে যে হৃদয়বিদারক পরিস্থিতি উদ্ভব হয়েছে, তার অবসান কবে হবে জানি না। তাই জর্জদার জন্মদিনে লিখতে এবং গান আপলোড করতে বসে বিকল বোধ করছি; মনে হচ্ছে আমার শৈল্পিক সত্তা যেন যন্ত্রণাক্লিষ্ট অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ রয়েছে। তাই আজকের লেখায় ও আপলোডে তারই ছায়া পড়েছে। দেবব্রত বিশ্বাসের পরিচিত দুই গুণীজন, অধ্যাপক গোলাম মুরশিদ এবং চলচ্চিত্র পরিচালক উৎপলেন্দু চক্রবর্তীকেও হারিয়েছি আমারা গত দুদিনে। প্রথমজন, অর্থাৎ অধ্যাপক গোলাম মুরশিদের সঙ্গে আমার ইমেলের মাধ্যমে যোগাযোগ ছিল। জর্জদা সম্পর্কিত ওনার বলা বহু কথা মনে পড়ে যাচ্ছে। একটি চিঠিতে আমি জিজ্ঞাসা করেছিলাম যে বিশ্বভারতী মিউজিক বোর্ডের অবিমৃশ্যকারিতার কারণে দেবব্রত বিশ্বাসের প্রয়াণ তরান্বিত হয়েছিল কিনা। ১৯৭১-৭২ সালে জর্জদার যে স্বাস্থ্য তা ১৯৭৮-৭৯ তে যে ভাবে ভেঙে গিয়েছিল, যা বিভিন্ন ছবিতেও ধরা পড়ে, তার থেকে আমার মনে প্রশ্নের উদয় হয়েছিল। মুরশিদদা স্পষ্ট বলেছিলেন, “অবশ্যই… বিশ্বভারতী এপিসোড না হলে দেবব্রত বিশ্বাস বাঁচতেন আরও অনেক দিন। ওঁর মধ্যে জীবনীশক্তি ছিল প্রবল।“
এই কথাটাই আজ জর্জদার জন্মদিনে বার বার মনে হচ্ছে।
নমস্কারান্তে,
জয়ন্তানুজ ঘোষ
২৩শে আগস্ট, ২০২৪
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: