চাচা ভাতিজাকে সম্পত্তি হেবা বা দান করতে পারে কি? Can an uncle Haba/Gift property to a nephew?
Автор: সহজ আইন
Загружено: 2025-03-13
Просмотров: 8586
প্রিয় দর্শক,
চাচা ভাতিজাকে সম্পত্তি হেবা করতে পারে কিনা? হেবা বা দান বলতে, একজন মুসলমান অন্য কোন মুসলমানকে কোন প্রতিদান ছাড়াই কোন সম্পত্তি হস্তান্তর করলে তখন তাকে হেবা বা দান বলা হয় এই হেবা বা দান দুই প্রকার ১। হেবা ঘোষণাপত্র ২। হেবা বিল এওয়াজ।
চাচা ভাতিজাকে হেবা ঘোষণাপত্র দলিল করতে পারে না কারণ হেবা ঘোষণাপত্র দলিল নির্দিষ্ট ব্যক্তিদের মধ্যে করা যায় আপনি আপনার এক পুরুষ উপরে অর্থাৎ আপনার বাবা-মা আপনি আপনার এক পুরুষ নিতে অর্থাৎ আপনার ছেলে মেয়ে তার একটু উপরে ও তার এক পোষ্ট নিচে অর্থাৎ আপনি আপনার দাদা-দাদী নানা নানী আপনার ছেলের ঘরের নাতি-নাতনি মেয়ের ঘরে নাতি নাতনিদেরকে হেবা করতে পারবেন এর বাইরে ভাই-বোনদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে হেবা ঘোষণা পত্র দলিল হয়।
চাচা ভাতিজাকে হেবা ঘোষণাপত্র দলিল করতে না পারলেও হেবা বিল এওয়াজ দলিল কিন্তু করতে পারেন।
#দান #গিফট #হেবা_দলিল
--------------------------------------------------------
📚✍🏻 For Business inquary :
🟢 Facebook Page- / advocateamirhamza.lemon
📧 E-mail- lemon.law14@gmail.com
📞 Phone- 01671-043256
Thanks for Watching...
Like Comment Share Now for more videos.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: