রিযিক লেখা হয়ে গেছে, তাহলে চেষ্টার কী দরকার? | রিযিক নিয়ে দুশ্চিন্তার অবসান | Islamic Bayan
Автор: কোরআনের পাখিঁ
Загружено: 2025-11-07
Просмотров: 3263
"রিযিক লেখা হয়ে গেছে, তাহলে চেষ্টার কী দরকার?" - এই প্রশ্নটি কি আপনার মনেও আসে? আমাদের নতুন এই ইসলামিক বয়ান ভিডিওতে আমরা তাকদীর এবং রিযিকের এই গভীর সম্পর্কটি বোঝার চেষ্টা করেছি। আল্লাহ তা'আলা প্রতিটি মানুষের রিযিক তার জন্মের পঞ্চাশ হাজার বছর আগেই লিখে রেখেছেন। কিন্তু এর মানে এই নয় যে আমরা চেষ্টা বা কাজ করা ছেড়ে দেবো।
এই ভিডিওতে আমরা আলোচনা করেছি:
রিযিক কী এবং তা কীভাবে বন্টিত হয়?
বিশ্বাস (তাওয়াক্কুল) এবং চেষ্টার (আসবাব) মধ্যে সঠিক ভারসাম্য।
দু'আ কি পারে লেখা তাকদীর পরিবর্তন করতে?
কীভাবে রিযিক নিয়ে দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন করা যায়।
এই সম্পূর্ণ আলোচনাটি আপনার জীবনের দুশ্চিন্তা দূর করে প্রশান্তি আনতে সাহায্য করবে ইনশাআল্লাহ। আমাদের চ্যানেল "কোরানের পাখিঁ" এর সাথে থাকুন।
#Rizq #Taqdeer #IslamicVideo #KoranerPakhi #রিযিক #ইসলামিক_ভিডিও #তাওয়াক্কুল #আল্লাহ
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: