দুরুদটি শুধু একবার পড়ুলে ৭০জন নূরের ফেরেশতা ১ হাজার দিন নেকী লিখতে থাকে।Durud shorifamol।দুরুদ শরীফ
Автор: বেহেশতের আমল
Загружено: 2025-12-20
Просмотров: 3777
দুরুদটি শুধু একবার পড়ুলে ৭০জন নূরের ফেরেশতা ১ হাজার দিন শুধু নেক লিখতে থাকে। Durud shorifamol। বেহেশতের আমল #বেহেশতের_পথে #amol #দুরুদ_শরীফ
দুরুদটি ১ বার পড়ুন ৭০ জন ফেরেশতা সারাক্ষণ শুধু নেক লিখতে থাকে। Durud shorifamol। বেহেশতের পথে।দুরুদ (বেহেশতের পথে) #বেহেশতের_পথে
#দরুদ_শরীফ
#দরূদ_শরীফের_ফযিলত
#দরুদ
#durudsharif
#10minutemadrasah
দরুদ ফারসি শব্দ। এর অর্থ শুভকামনা বা কল্যাণ প্রার্থনা। দরুদ বলতে বোঝায় নবীজি (সা.)–এর জন্য শুভকামনা। হজরত মুহাম্মদ (সা.)-এর নাম উচ্চারণের সময় সর্বদা ‘সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম’ বলা হয়। এটি একটি দরুদ।
আরবি اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ
আল্লাহুম্মা সল্লি আ’লা মু’হাম্মাদ। এটি ১টি দরূদ
যার অর্থঃ হে আল্লাহ! আপনি মুহা’ম্মদ উপর রহমত বর্ষণ কর।
দরুদ শরীফের (বিস্ময়কর) ফযিলত
১। দরুদ পাঠকারীর প্রাণ, মৃত্যুর সময় কষ্ট ছাড়া বের হবে।
২। দরুদ পাঠকারী, দরুদের বরকতে নেক আমলের প্রতি আগ্রহি হয়।
৩। দরুদ পাঠকারীর নাম ঠিকানা নবীজির সামনে পেশ করা হয়।
৪। দরুদ পাঠকারী সদা সর্বদা ঈমানের উপর কায়েম থাকবে।
৫। দরুদ পাঠকারীর উপর সারাক্ষন আসমান ও জমিনবাসীর রহমত ও দোয়া বর্ষিত হতে থাকে।
৬। দরুদ পাঠকারীর আমলে, হায়াতে, সন্তানে, সম্পদে বরকত হয়।
৭। দরুদ পাঠকারীর জবান থেকে হাশরে নুর চমকাবে
৮। দরুদ পাঠকারীর চেহেরায় নুর এবং ভাষায় মধুরতা বজায় থাকবে।
৯। দরুদ পাঠকারীর মজলিশে যারা বসবে তারা সকলে খুশী হয়ে উঠবে
১০। দরুদ পাঠের দ্বারা দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়
১১। দরুদ পাঠকারী, সদা ভাল উপদেশ গ্রহণকারী হবে
১২। বেশী বেশী দরুদ পাঠকারী, অল্প সময়ে ধনীতে পরিনত হবেন
১৩। দরুদ পাঠে রয়েছে লাভ আর লাভ, এ লাভ এমন যে তা আপনাকে জান্নাত পর্যন্ত পৌছে দিবে।
১৪। দরুদ শরীফ আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার একটি আমল
১৫। দরুদ এমন এক এবাদত যার ফায়দা তার পাঠকারীর দিকে ফিরে আসে।
১৬। দরুদ পাঠ করা এমন যেন নিজের জন্য দোয়া করার মত।
১৭। দরুদ পাঠকারী, দুনিয়ায় প্রসিদ্ধি লাভ করেন।
১৮। দরুদ শরীফ বেশী পাঠ করা হকপন্থী হওয়ার আলামত।
১৯। দরুদ পাঠকারী সকল স্থানে সম্মান লাভ করে।
২০। দরুদ পাঠকারীর জন্য জান্নাতের দরজা খোলা থাকবে।
দরূদ শরীফের ৭০টি বিস্ময়কর ফযিলত,দরুদ শরীফের ফজিলত,দরুদের ফজিলত,দরুদ পাঠের ফজিলত,দরুদ পাঠ করার ফজিলত,দরুদ শরীফ পাঠের ফজিলত,durood er fojilot,darood sharif fazilat,darood sharif fazilat bangla,দুরুদ শরীফের ফজিলত
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: