BPSC সব পরিক্ষায় প্রিলিতে ভালো করবেন যেভাবে।। Railway Preliminary'তে যে ভুলগুলো করা যাবেনা।
Автор: Engr. Sayem
Загружено: 2025-06-24
Просмотров: 536
সামনেই বিপিএসসি রেলওয়ে উপ-সহকারী প্রিলিমিনারি এক্সাম। যে নিয়ম মেনে পরীক্ষা দিলে আপনি সহজেই প্রিলিতে কোয়ালিফাই করে যেতে পারেন।
এই পরীক্ষায় ০.৫ মার্ক নেগেটিভ মার্ক থাকে। তাই আপনি যে প্রশ্নগুলো জানেন না সেসব প্রশ্ন টাচ না করাই ভালো হবে। অনেকেই লোভে পরে বেশী দাগিয়ে আসে, পরে তার ১০০% কারেক্ট হওয়া প্রশ্নের মার্কও কমে যায় শুধুমাত্র বেশী দাগানোর কারণে।।
তাই যে প্রশ্নগুলো পারবেন সেগুলো এন্সার করাই উত্তম। আর যে বিষয়ে বা যে প্রশ্নগুলোর উত্তর আপনি ভালো পারেন সেগুলো সবার আগে এন্সার করবেন।। সবার শেষে গণিত পার্ট টা টাচ করার চেষ্টা করতে হবে।।। সকলের জন্য শুভকামনা।
সবাই দোয়ায় রাখবেন।
#bpscexam #bpsc #railwayexam #railway #diplomaengineering #SAE
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: