সুন্দরবনের দ্বিতীয় দিন সাইটসিন।🐯🐅🐅🐯🐅🐯
Автор: All Bengali Video
Загружено: 2025-12-16
Просмотров: 34
🔴প্রথমদিন :- ক্যানিং থেকে লোকাল ট্রান্সপোর্ট মাধ্যমে সোনাখালী যাত্রা এবং সোনাখালী পৌঁছে সোজা চলে যাবো গোসাবা।এরই মাঝে সেরে নেব ব্রেকফাস্ট/ প্রাতরাশ।গোসাব পৌঁছাই প্রথমেই দেখে নেবো হ্যামিল্টন সাহেব বাংলো এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো।এরই মাঝে সেরে নেবো লাঞ্চ/মধ্যাহ্নভোজন।তারপর পড়ন্ত রোদে রওনা দেবো পাখির জঙ্গলের উদ্দেশ্যে। ডুবু ডুবু সূর্যের আলোয় দেখে নেওয়া হবে পাখিরালায়। সন্ধ্যায় হোটেলে পৌঁছেই শুরু হবে ঝুমুর নাচের আসর।তারপর রাতের ডিনার/রাতের খাবার খেয়ে হোটেলে রাত কাটানো।
🔴দ্বিতীয় দিন :-হোটেলে থেকে বোটে ফিরে ব্রেকফাস্ট/প্রাতরাশ সেরে সোজা চলে যাবো সজনেখালী(w.t), সুধন্য খালী(w.t), পিরখালী, গাজিখালী, চোরাগাজিখালী, দেউল ভারানী, বানবীবী ভারানী, হয়ে সোজা চলে যাবো দো-বাঁকি(w.t)। এরই মাঝে সময় বুঝে সেরে নেওয়া হবে লাঞ্চ/মধ্যাহ্নভোজ।দো-বাঁকি দেখে আমরা সোজা চলে আসবো হোটেলে। ডিনার/রাতের খাবারের মধ্যে দিয়ে দ্বিতীয় দিনের সমাপ্তি।
🔴 তৃতীয় দিন:-তৃতীয় দিন অর্থাৎ শেষদিন সকালে হোটেল থেকে চেক আউট করে বোটে উঠে পঞ্চমখানী অর্থাৎ পাঁচটি নদীর সঙ্গমের দিকে এবং ঝাড়খালী হয়ে সোনাখালী হইতে লোকাল ট্রান্সপোর্ট মাধমে আবার ক্যানিং ফেরৎ।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: