DHANYAKURIA RASH // ধান্যকুড়িয়া রাসযাত্রা //
Автор: Backpackers Biswas
Загружено: 2022-04-18
Просмотров: 1219
#rush #rashutsav #rashmela রাস পূর্ণিমা দুই বছর পর করোনা আতঙ্ক কাটিয়ে উঠে ২০২২ সালে ধান্যকুড়িয়ায় বৈশাখ মাসে পূর্ণিমায় শ্রী শ্রী রাধা কৃষ্ণের বসন্ত রাসযাত্রা উৎসব পালিত হল। রাসযাত্রা উপলক্ষে বৈষ্ণবদের আরোধ্য দেবতা শ্রী শ্রী কৃষ্ণ ও শ্রী শ্রী রাধা। তাদের দুজনকে নিয়ে ছড়িয়ে রয়েছে হাজারো কাহিনী । সেই সব কাহিনীর মধ্যে বৈষ্ণবদের রাসের পৌরাণিক মাহত্ব অনেক বেশি। গোপিনী পরিবেষ্ঠিত শ্রী শ্রী রাধা ও শ্রী শ্রী কৃষ্ণের যুগল নৃত্য এবং যুগল মিলন রাসলীলা নামে পরিচিত।
মূলত কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে রাস উৎসব পালিত হয়। এছাড়া গোশ্বামী মতে বৈশাখী পূর্ণিমায় শ্রী শ্রী কৃষ্ণের বসন্ত রাসযাত্রা উৎসব পালিত হয়। আর ২০২২ সালে সেই বসন্ত রাসযাত্রা উপলক্ষে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট ২ নং ব্লকের অর্ন্তগত ঐত্যিহ্যবাহী গ্রাম ধান্যকুড়িয়াতে রাসযাত্রা উৎসব ও মেলা উৎযাপন করা হচ্ছে।
করোনা মহামারীর জন্য বিগত দুই বৎসর রাসযাত্রা উৎসব পালিত হয় নি। আগের মত জৌলুস না থাকলেও এখনও ১৫ দিনের জন্য মেলা বসে। ২ শতাধিক বছরের পুরানো এই রাস মেলাতে বছর ২৫ পূর্বেও ধান্যকুড়িয়ার মাননীয় সাউ, গাইন ও বল্লভ জমিদার বাড়ির তরফ থেকে প্রতি বছর এলাকাবাসীর জন্য তিন দিন যাত্রাপালার আয়োজন করা হতো।
ধান্যকুড়িয়াতে ৩ জমিদার বাড়ি, পুরানো চার ঠাকুরবাড়ি ও একটি রাস মন্দির আছে। শ্রী শ্রী কৃষ্ণের বসন্ত রাসযাত্রা উৎসব উপলক্ষে চার ঠাকুরবাড়ি থেকে শ্রী শ্রী কৃষ্ণের বিগ্রহ লুকিয়ে অর্থাত কোন আরম্বর ছাড়া রাত ১০ টার পর রাসমন্দিরে পৌছান। রাত ১১টায় মহাসমারহে শ্রী শ্রী রাধারানী চর্তুরদোলায় করে শ্রী শ্রী কৃষ্ণের খোজে রাসমন্দিরের উদ্দেশে রওনা হয়।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: