KALIMPONG TOUR || KALIMPONG SIGHTSEEING || EP - 4
Автор: Traveller Supriyo
Загружено: 2025-12-24
Просмотров: 20
কালিম্পং ভ্রমণের প্রথম দিনে কালিম্পং এর সাইটসিন করা হয়, এর আগের পর্বে কিছু কালিম্পং এর স্পটের ভিডিও দেওয়া হয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালিম্পং এর বাড়ি গৌরিপুর হাউস। অসাধারণ এই বাড়িটিতে সৌভাগ্য বসতো আমরা ভিতরে ঢুকিবার সুযোগ হয়েযায়, সেই জন্য আপনাদের বাড়িটির ভিতর ও বাইরে সবটাই দেখাতে পারি
। বর্তমানে বাড়িটির রক্ষনাবেক্ষণের কাজ চলছে ও ওখানে একটি রবীন্দ্র মিউজিয়াম গড়ে তোলা হবে সেই রকম জানতে পারলাম। আপনারা যদি এই বাড়িটির ভিডিও দেখতে চান তো এর আগের তৃতীয় পর্বের ভ্লগটি দেখে আসতে পারেন। এই ভ্লগে কালিম্পং এর বাকি স্পটের ভিডিও হেলো পার্ক, সাইন্স সেন্টার হনুমান টপ ইত্যাদি।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: