জয়দেবের মেলা || বাংলার অন্যতম বড় মেলা || Kenduli Gram || Jaydab Mela 2026 || Birbhum
Автор: Biswajit Travel Vlog
Загружено: 2026-01-14
Просмотров: 839
জয়দেবের মেলা || বাংলার অন্যতম বড় মেলা || Kenduli Gram || Jaydab Mela 2026 || Birbhum ============================== #Jaydab_Mela #Jaydab_Mela_2026 #Kenduligram_Jaydabmela #Birbhum_Jaydabmela #Biswajit_Travel_Vlog My Facebook 🆔 👉 / 1hek1a2nuy "জয়দেবের মেলা"। এই মেলাটি বীরভূম জেলার কেন্দুলী গ্রামের অজয় নদীর তীরে অবস্থিত। আর এই মেলাটি শুরু হয় প্রত্যেক বছর পৌষ মাসের মকর সংক্রান্তির দিন থেকে মুলতো 3 দিন কিন্তু এছাড়া ও মেলা টি আরো 7 দিন থাকে। এই জয়দেব মেলায় মকর সংক্রান্তির দিন পূর্ণ স্নান করার জন্য দূর দূরান্তর থেকে প্রচুর মানুষ আসেন এই অজয় নদীতে পূর্ণ স্নান করার জন্য। এই মেলাতে বাউলগান, কীর্তন, হরিনাম, কবিগান বহু কিছু অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও মেলাতে বিনামূল্যে ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। রাত্রে থাকার জন্য প্রচুর পরিমাণে আখড়াও রয়েছে। আজকের এই জয়দেব মেলার ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: