Dhaka To Kishoreganj By Train | ঢাকা টু কিশোরগঞ্জ বাই ট্রেন | কিশোরগঞ্জ ভ্রমণ
Автор: Robiul Islam Jibon
Загружено: 2025-09-03
Просмотров: 1269
বলা হয় উজান-ভাটির মিলিত ধারা, নদী-হাওর মাছে ভরা, অপ্রীতিম সৌন্দর্যের রানী কিশোরগঞ্জ জেলা। খাল বিল হাওয়ের জন্য বিখ্যাত জগৎজুড়ে। নদী মাতৃক এই দেশটি কতই নাহ বৈচিত্র্যময় তা দেখতে ও জানতে হলে হাওয়ের দেশ কিশোরগঞ্জ ভ্রমণ করতেই হবে। যারা ঢাকায় বসে বরিং হচ্ছেন অথবা পারিবারিক জীবনে দুশ্চিন্তায় ভুগছেন তাদের জন্য সবচেয়ে সুন্দর গন্তব্য এটাই। চাইলে পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মিলে ডে ট্যুর করতে পারেন কিশোরগঞ্জের মিঠামাইন নিকলি হাওড়ে যা বাংলাদেশের মালদ্বীপ। ঢাকা থেকে প্রতিদিন ট্রেন চলাচল করে এই রুটে ট্রেন ভাড়া শোভন চেয়ারে মাত্র ১৬০ টাকা এবং কেবিনে ৩৮৮ টাকা। যারা ঢাকা থেকে ডে ট্যুর করবেন তাদের জন্য এগারো সিন্ধুর প্রাভাতি ট্রেনটি পার্ফেক্ট এই ট্রেনটি সকাল ৭:১৫ মিনিটে ছেরে যায় কিশোরগঞ্জের উদ্দেশ্য, সারাদিন ঘোরাঘুরি করে আবার ঢাকায় ফিরতে পারবেন বিকেল চারটাই কিশোরগঞ্জ এক্সপ্রেসে। তবে আমাদের ট্রেনটি লাল সবুজের ইন্দোনেশিয়া পিটি ইনকা কিশোরগন্জ এক্সপ্রেস। এই ট্রেনটিতে বর্তমানে ৯ টি কোচ। এর ভিতরে ৩টি এসি চেয়ার কার, একটি কেবিন ও পাঁচটি শোভন চেয়ার। কিশোরগঞ্জ এক্সপ্রেসের যাত্রা বিরতি-বিমানবন্দর, নরসিংদী, মেথিকান্দা, ভৈরব_বাজার, কুলিয়ারচর, বাজিতপুর মানিকখালি এমন ১১ টি স্টপেজে থামবে সময় লাগে মাত্র ৩ ঘন্টা ৫০ মিনিট! এমন সবুজ দৃশ্য মেঘলা আকাশ এর চেয়ে সুখের অনুভূতি আর কি বাহ হতে পারে। যতদুর চোখ যায় শবুজ আর সবুজ, ছোট ছোট খাল বিল গ্রাম বাংলার প্রকৃতির অপরুপ সৌন্দর্যে ভরপুর। আকাবাকা নদীর দু'তীরে অবারিত সবুজ মাঠ। ধানের জমিগুলো পানিতে ডুবে গেছে তাই মাছ ধরতে জেলারাও ব্যাস্ত। বর্ষা মৌসুমে এই অঞ্চল গুলো পানিতে থৈথৈ করে যতদূর চোখ যায় পানি আর পানি তার মধ্যেই বসবাস করে বিলের মানুষেরা এ যেন শৈশবের দিনগুলোর কথা মনে করিয়ে দেই।বলা হয় উজান-ভাটির মিলিত ধারা, নদী-হাওর মাছে ভরা, অপ্রীতিম সৌন্দর্যের রানী কিশোরগঞ্জ জেলা। খাল বিল হাওয়ের জন্য বিখ্যাত জগৎজুড়ে। নদী মাতৃক এই দেশটি কতই নাহ বৈচিত্র্যময় তা দেখতে ও জানতে হলে হাওয়ের দেশ কিশোরগঞ্জ ভ্রমণ করতেই হবে। যারা ঢাকায় বসে বরিং হচ্ছেন অথবা পারিবারিক জীবনে দুশ্চিন্তায় ভুগছেন তাদের জন্য সবচেয়ে সুন্দর গন্তব্য এটাই। চাইলে পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মিলে ডে ট্যুর করতে পারেন কিশোরগঞ্জের মিঠামাইন নিকলি হাওড়ে যা বাংলাদেশের মালদ্বীপ। ঢাকা থেকে প্রতিদিন ট্রেন চলাচল করে এই রুটে ট্রেন ভাড়া শোভন চেয়ারে মাত্র ১৬০ টাকা এবং কেবিনে ৩৮৮ টাকা। যারা ঢাকা থেকে ডে ট্যুর করবেন তাদের জন্য এগারো সিন্ধুর প্রাভাতি ট্রেনটি পার্ফেক্ট এই ট্রেনটি সকাল ৭:১৫ মিনিটে ছেরে যায় কিশোরগঞ্জের উদ্দেশ্য, সারাদিন ঘোরাঘুরি করে আবার ঢাকায় ফিরতে পারবেন বিকেল চারটাই কিশোরগঞ্জ এক্সপ্রেসে। তবে আমাদের ট্রেনটি লাল সবুজের ইন্দোনেশিয়া পিটি ইনকা কিশোরগন্জ এক্সপ্রেস। এই ট্রেনটিতে বর্তমানে ৯ টি কোচ। এর ভিতরে ৩টি এসি চেয়ার কার, একটি কেবিন ও পাঁচটি শোভন চেয়ার। কিশোরগঞ্জ এক্সপ্রেসের যাত্রা বিরতি-বিমানবন্দর, নরসিংদী, মেথিকান্দা, ভৈরব_বাজার, কুলিয়ারচর, বাজিতপুর মানিকখালি এমন ১১ টি স্টপেজে থামবে সময় লাগে মাত্র ৩ ঘন্টা ৫০ মিনিট! এমন সবুজ দৃশ্য মেঘলা আকাশ এর চেয়ে সুখের অনুভূতি আর কি বাহ হতে পারে। যতদুর চোখ যায় শবুজ আর সবুজ, ছোট ছোট খাল বিল গ্রাম বাংলার প্রকৃতির অপরুপ সৌন্দর্যে ভরপুর। আকাবাকা নদীর দু'তীরে অবারিত সবুজ মাঠ। ধানের জমিগুলো পানিতে ডুবে গেছে তাই মাছ ধরতে জেলারাও ব্যাস্ত। বর্ষা মৌসুমে এই অঞ্চল গুলো পানিতে থৈথৈ করে যতদূর চোখ যায় পানি আর পানি তার মধ্যেই বসবাস করে বিলের মানুষেরা এ যেন শৈশবের দিনগুলোর কথা মনে করিয়ে দেই। #travel
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: