ও
Автор: Kailla mizan band
Загружено: 2025-12-23
Просмотров: 13338
ও প্রাণ কোকিল রে
কোকিল রে তুই দেখতে কালা, তোর মনে কে দিলো জ্বালা রে…
ডাক দিয়া বাড়াইলি মনের ব্যথা, জাগাইলি পুরোনো না বলা কষ্ট।
এই গানটি গ্রামবাংলার আবহে গড়া এক গভীর বেদনার সুর।
বিচ্ছেদ, হারানো ভালোবাসা আর মনের ভেতরের নীরব জ্বালার গল্পই উঠে এসেছে এই গানে।
কোকিলের ডাকে যেমন বসন্ত আসে, তেমনি এই গানে কোকিলের ডাক এনে দেয় স্মৃতি, কষ্ট আর না বলা কথার ভার।
যারা জীবনে কাউকে হারিয়েছেন, যারা এখনো নীরবে কষ্ট বহন করেন—
এই গান তাদের মনের কথাই বলে।
চোখ বন্ধ করে শুনুন, অনুভব করুন প্রাণ কোকিলের ডাক… 🎵
ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার অনুভূতি জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
#ও_প্রাণ_কোকিল_রে
#বাংলা_কষ্টের_গান
#বিচ্ছেদ_গান
#গ্রামবাংলার_গান
#বাংলা_লোকগান
#মন_ছোঁয়া_গান
#SadBanglaSong
#banglafolksong
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: