| How to make Bonsai Style from big Ficus tree for beginner | বনসাই | Bonsai Artisan | KH. AQIB |
Автор: Bonsai Artisan
Загружено: 2019-04-08
Просмотров: 91111
Important Rules of Bonsai basic grammar
যেই সব ডাল বনসাই গ্রামার অনুযায়ী কাটিং করতে হয়ঃ
(★) Wheel Branch : কিছু কিছু প্রজাতির একটি গোড়া বা কান্ড থেকে অনেকগুলো ডাল বের হয়। বনসাই স্টাইল অনুযায়ী প্রয়োজনীয় ডালটি রেখে বাকি ডাল গুলো কাটিং করতে হবে।
(★)Bar Branch : মুল কান্ডের দুই দিকেই সমান্তরাল ভাবে থাকে যে ডাল।
(★)Parallel Branch : মুল কান্ডের একদিকে পরপর সমান্তরাল ভাবে দুইটি ডাল।
(★) Upright Branch :খাঁড়াভাবে বা সোজা হয়ে ওঠে যাই এমন ডাল।
(★)Down ward Branch : খাঁড়াভাবে নিচের দিকে নেমে গেছে এমন ডাল।
(★)Swindling Branch : গাছের যে ডালটি জোরে সোরে এবং সোজা হয়ে বাড়ছে ঐধরণের ডাল প্রয়োজন হলে কাটং করে ছোট করতে হবে। যদি প্রয়োজন না থাকে তা হলে গোড়া থেকে ডালটি সম্পূর্ণ কাটিং করতে হবে।
(★)Crossing branch: আড়াআড়ি ডাল যা একটি অপরটিকে Cross করে ঐসমস্ত ডাল।
(★)Crossing and Overlapping Root : আড়াআড়ি ডাল যা একটি অপরটিকে Cross করে, মুল কান্ডকে পেঁচিয়ে থাক, এবং একটির উপর দিয়ে আরএকটি অতিক্রম করে যে শিকড় ঐসমস্ত গুলি।
(★)Front Crossing Branch and Root : সামনের দিকে সোজাসুজি বা আড়াআড়ি ভাবে যে ডাল এবং শিকড় গুলো থাকে।
(★) Recurve Branch and Root : যে সমস্ত ডাল এবং শিকড় যা পিছন থেকে সামনে এবং সামনে থেকে পিছনে ঘুরে গেছে ঐসব ডাল এবং শিকড়।
(★) Front Branch and Root : গোড়ার দিক থেকে যে ডাল বা শিকড় সরাসরি সামনের দিকে সোজাসুজি থাকে ঐসব ডাল এবং শিকড় ।
উপরিউক্ত কার্যক্রম প্রথমিক ভাবে বনসাই এর ৪০% কাজ সম্পাদন করে এবং ভালো বনসাই তৈরি করতে সাহায্য করে।
Edit By : Jamil Uddin Sikh
Owner : KH. Akib Jabed.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: