ED-র জালে এবার পশ্চিমবঙ্গের কোন বড় মাছ? । Mamata Banerjee | TMC | BJP
Автор: POLITICAL DAILY
Загружено: 2026-01-22
Просмотров: 77027
ED-র জালে এবার পশ্চিমবঙ্গের কোন বড় মাছ? । Mamata Banerjee | TMC | BJP
Which big fish of West Bengal is in the ED net this time? . Mamata Banerjee | TMC | BJP
#mamatabanerjee #mamatabanerjeenews #enforcementdirectorate #edraid #pratikjain #prashantkishor #westbengalpolitics #westbengalnews #bjpvstmc #suvenduadhikari #suvenduadhikarilatestspeech #bjpnews #ipac #banglanews #westbengalelection #politicalnews #politicaldaily
@SuvenduAdhikariBJP @BJP4Bengal
কলকাতায় আবার আসছেন ইডি প্রধান রাহুল নবীন (Rahul Navin) — এই খবর এখন রাজ্যের রাজনৈতিক খবরের শিরোনামে থাকা একটা বড় ইস্যু। সপ্তাহ দু’য়েক আগে কলকাতায় আই-প্যাক (I-PAC) সংস্থার দফতর ও এর পরিচালক প্রতীক জৈনের বাড়িতে অভিযান চালানো হয়েছিল। এই অভিযানটির পর থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে তীব্র টানাপোড়েন চলছে।
🔎 কি সমস্যা তৈরি হয়েছে?
৮ জানুয়ারি ED একটি *কয়লা পাচার মামলায়* তদন্তের অংশ হিসেবে আই-প্যাক অফিস এবং প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায়। ওই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছে একটি সবুজ ফাইল হাতে বের হয়ে আসেন, যা পরে রাজনীতি ও আদালতের আলোচনায় পরিণত হয়। ED দাবি করেছে, ওই তল্লাশির সময় কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ সরিয়ে নেয়া হয়েছিল এবং এই ঘটনার জন্য আদালতে *সিবিআই তদন্তের আবেদন* করেছে।
⚖️ আইনি বিধিতে মোড়
এই বিষয়টি হাইকোর্ট থেকে Supreme Court-এ চলে গেছে এবং সেখানে দুই পক্ষের যুক্তি উপস্থাপন করা হচ্ছে। ED বলছে তিনি ও কর্মকর্তারা কাজ করতে বাধা পেয়েছিলেন, আর তৃণমূল কংগ্রেস বলছে এই অভিযানটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত — বিশেষ করে আগামী বিধানসভা নির্বাচনের প্রায় কাছে এসে এমন অভিযান হওয়ায়।
📅 রাহুল নবীনের কলকাতা সফর
রাহুল নবীন জানুয়ারি ২২ থেকে ২৪-এর মধ্যে তিনদিনের জন্য কলকাতায় আসবেন। এই সফরটিকে ED-র ইস্টার্ন রিজিয়নের কর্মকাণ্ড ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার একটি অংশ বলা হচ্ছে। তিনি সল্টলেক-এর CGO কমপ্লেক্সে ED-র স্থানীয় অফিসে বৈঠক করবেন, লোকাল অফিসারদের সঙ্গে কথা বলবেন এবং তদন্তের আপডেট ও কাজের পরিবেশ সম্পর্কে মতামত নেবেন।
👔 রাজনৈতিক পরিপ্রেক্ষিত
এই সফরকে শুধু “দূরদর্শিতা” বলেই মুছিয়ে ফেলা যায় না। কারণ এই সফর আই-প্যাক কাণ্ডের সাপেক্ষে, রাজ্য-কেন্দ্র সম্পর্ক ও বিচারপতির শুনানির আগেই হওয়ায় রাজনীতিতে জল্পনা বাড়িয়েছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, সাম্প্রতিক ঘটনাগুলো শুধুমাত্র আইন-তদন্ত নয়, রাজনৈতিক উত্তেজনার ক্ষেত্রেও পরিণত হচ্ছে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: