বাংলাদেশে সুফি , সেকুলার, রুমি এবং নারী - পুলিন বকসী - আলাপ ৭
Автор: Positive Feeder
Загружено: 2026-01-13
Просмотров: 55
নাজমুল ভাই বুটেক্সের ২৫ তম ব্যাচের বড় ভাই । সেই সূত্রেই তার সাথে পরিচয় নিজে বুটেক্সিয়ান হবার সুবাদে । চায়ের কাপের আড্ডায় ভাই বেশ প্রাণবন্ত এবং স্বতঃস্ফূর্তভাবে সিরিয়াস টপিকে কঠিন কঠিন এনালাইসিস দিয়ে থাকেন । আমার নিজের মনে হয়েছে তার চিন্তা ব্যাপকভাবে প্রকাশ করার মত এবং প্রচার পাওয়ার মত ।
সেই দৃষ্টিকোণ থেকেই ভাইয়ের সাথে একটা আলাপে বসা এবং সেইটার রেকর্ডিং করা । তিনি অনেক বিষয়েই কথা বলেছেন । সব প্রকাশ করা সম্ভব হচ্ছে না এই মূহুর্তে । যততুকু প্রকাশ করা যাচ্ছে ততটুকু আপনাদের ভালো লাগবে আশা করি ।
তিনি একটা জার্নির ভেতরে আমাকে নিয়ে যাবেন । আলাপ শুরু হতে চার-পাঁচ মিনিট সময় লাগবে । আশা করি পুরোটা দেখবেন এবং মন্তব্য করবেন ।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: