আধুনিক ব্রয়লার মুরগি প্রতি পালনের উপর একটি প্রশিক্ষণে ভর্তি হলাম। এটি কোথা থেকে করবেন?bd agro world
Автор: BD Agro World - বিডি এগ্রো ওয়ার্ল্ড
Загружено: 2022-03-20
Просмотров: 28089
আধুনিক #ব্রয়লার #মুরগি প্রতি পালনের উপর একটি #প্রশিক্ষণে ভর্তি হলাম। এটি কোথা থেকে করবেন? #bdagroworld
আসসালামু আলাইকুম,
বিডি এগ্রো ওয়ার্ল্ড-এ আপনাকে স্বাগতম।
আমি মোঃ আব্দুল্লাহ, পেশায় একজন কৃষি উদ্যোক্তা। বিগত ছয় বছর ধরে দেশি মুরগি পালন, ফাওমি মুরগি পালন, সোনালী মুরগি পালন এবং বয়লার মুরগি পালন সহ বিভিন্ন ধরনের গৃহপালিত পশু যেমন, গরু- ছাগল পালন সহ কৃষির বিভিন্ন বিষয়ে কাজ করছি।
বর্তমানে খাদ্য খরচ কমানোর জন্য black solder fly farming bd বা প্যারেড পোকা চাষ করছি যেটা লার্ভা পোকা নামেও পরিচিত।
পাশাপাশি আমি খামার বিষয়ক প্রশিক্ষক হিসেবে কাজ করছি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর সাথে।
আমি আরো নতুন কৃষি উদ্দোক্তা ও নতুন খামারিদের পরামর্শ সেবা দিয়ে থাকি।
বর্তমানে আমার একটি সমন্বিত খামার রয়েছে। আমি আমার এই চ্যালেনটিতে আমার খামারের দৈনন্দিন কার্যক্রম গুলো এবং কৃষি ভিত্তিক বিভিন্ন ব্লক আমার প্রিয় কৃষি প্রেমি দর্শকদের জন্য উপস্থাপন করে থাকি।
#ব্রাদার মুরগি পালন,
#ব্রয়লার মুরগির বাজার দর,
#ব্রয়লার মুরগির রোগ ও চিকিৎসা,
#যুব উন্নয়ন প্রশিক্ষণ,
#ব্রয়লার মুরগি পালন প্রশিক্ষণ,
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: